পরিচ্ছেদঃ ২৩৯. ইমামের খুত্ববাহ দানকালে কারো তন্দ্রা আসলে
১১১৯। ইবনু ’উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ মসজিদের মধ্যে তোমাদের কারো তন্দ্রা এলে সে যেন তার স্থান পরিবর্তন করে অন্যত্র বসে।[1]
সহীহ।
[1] তিরমিযী (অধ্যায় : সালাত, অনুঃ জুমুআহর দিনে কারো তন্দ্রা এলে সে যেন স্বীয় স্থান হতে সরে অন্যত্র বসে, হাঃ ৫২৬, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আহমাদ (২/৩২, হাঃ ৪৭৪১), ইবনু খুযাইমাহ (১৮১৯) মুহাম্মাদ ইবনু ইসহাক হতে। শায়খ আহমাদ শাকির বলেনঃ এর সানাদ সহীহ।
باب الرَّجُلِ يَنْعَسُ وَالإِمَامُ يَخْطُبُ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ فِي الْمَسْجِدِ فَلْيَتَحَوَّلْ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ إِلَى غَيْرِهِ " .
- صحيح
حدثنا هناد بن السري، عن عبدة، عن ابن اسحاق، عن نافع، عن ابن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا نعس احدكم وهو في المسجد فليتحول من مجلسه ذلك الى غيره " .
- صحيح
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: When any of you dozes in the mosque (on Friday), he should change his place.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة) 2/ Prayer (Kitab Al-Salat)