পরিচ্ছেদঃ ১০. মদ পানের শাস্তি
২১৪৪. আবূ হুরাইরাহ্ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন কোনো ব্যক্তি নেশা করে, তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর পুণরায় নেশা করলে তাকে চাবুক মারবে। অতঃপর পুণরায় নেশা করলে তাকে চাবুক মারবে। অতঃপর পুণরায় নেশা করলে তার গর্দান মেরে দাও। অর্থাৎ চতুর্থবারে।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৪৪৪৭ ও ও মাওয়ারিদুয যাম’আন নং ১৫১৭ তে।
আর এর শাহিদ হাদীস রয়েছে মুয়াবিয়া হতে, আমরা যার পূর্ণাঙ্গ টীকা সহ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী ১৩/৩৪৯-৩৫৩; সহীহ ইবনু হিব্বান নং ৪৪৪৬ ও মাওয়ারিদুয যাম’আন নং ১৫১৯ তে। আরও দেখুন, নিসবুর রায়াহ ৩/৩৪৬-৩৪৭।
তাখরীজ: আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ৪৪৪৭ ও ও মাওয়ারিদুয যাম’আন নং ১৫১৭ তে।
আর এর শাহিদ হাদীস রয়েছে মুয়াবিয়া হতে, আমরা যার পূর্ণাঙ্গ টীকা সহ তাখরীজ দিয়েছি মুসনাদুল মাউসিলী ১৩/৩৪৯-৩৫৩; সহীহ ইবনু হিব্বান নং ৪৪৪৬ ও মাওয়ারিদুয যাম’আন নং ১৫১৯ তে। আরও দেখুন, নিসবুর রায়াহ ৩/৩৪৬-৩৪৭।
بَاب الْعُقُوبَةِ فِي شُرْبِ الْخَمْرِ
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكِرَ فَاجْلِدُوهُ ثُمَّ إِذَا سَكِرَ فَاجْلِدُوهُ ثُمَّ إِذَا سَكِرَ فَاجْلِدُوهُ ثُمَّ إِذَا سَكِرَ فَاضْرِبُوا عُنُقَهُ يَعْنِي فِي الرَّابِعَةِ
حدثنا عاصم بن علي حدثنا ابن ابي ذىب عن الحارث بن عبد الرحمن عن ابي سلمة عن ابي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سكر فاجلدوه ثم اذا سكر فاجلدوه ثم اذا سكر فاجلدوه ثم اذا سكر فاضربوا عنقه يعني في الرابعة
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৯. পানীয় অধ্যায় (كتاب الأشربة)