পরিচ্ছেদঃ ৫৫০- কেউ কোন প্রয়োজনে একজনকে অপরজনের নিকট পাঠালে সে যেন (কাউকে) তা অবহিত না করে।

১১৬৬। আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ) আমাকে বললেন, আমি তোমাকে কারো নিকট পাঠালে তুমি (অপরকে) অবহিত করো না যে, কেন আমি তোমাকে তার নিকট পাঠিয়েছি। অন্যথায় শয়তান ঐ সময় তার জন্য মিথ্যা রচনা করবে।

بَابُ إِذَا أَرْسَلَ رَجُلا فِي حَاجَةٍ فَلا يُخْبِرُهُ

حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ‏:‏ قَالَ لِي عُمَرُ‏:‏ إِذَا أَرْسَلْتُكَ إِلَى رَجُلٍ، فَلاَ تُخْبِرْهُ بِمَا أَرْسَلْتُكَ إِلَيْهِ، فَإِنَّ الشَّيْطَانَ يُعِدُّ لَهُ كِذْبَةً عِنْدَ ذَلِكَ‏.‏

حدثنا محمد قال اخبرنا عبد الله بن زيد بن اسلم عن ابيه عن جده قال قال لي عمر اذا ارسلتك الى رجل فلا تخبره بما ارسلتك اليه فان الشيطان يعد له كذبة عند ذلك


Aslam said, "'Umar said to me, 'If I send you to a man, do not tell him why I sent you to him. If you do, Shaytan will prepare a lie for him in that.'"


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
সভা-সমাবেশ ও তার রীতিনীতি