পরিচ্ছেদঃ ৫২৪- চিঠিপত্রের উত্তর দেয়া।
১১২৭। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমার মতে চিঠিপত্রের উত্তর দেয়া সালামের উত্তর দেয়ার মতই বাধ্যকর। (ইবনে আবু শায়বাহ, বাযযার, তাবাকাত ইবনে সাদ)
بَابُ جَوَابِ الْكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنِّي لَأَرَى لِجَوَابِ الْكِتَابِ حَقًّا كَرَدِّ السَّلامِ.
حدثنا علي بن حجر، قال: اخبرنا شريك، عن العباس بن ذريح، عن عامر، عن ابن عباس قال: اني لارى لجواب الكتاب حقا كرد السلام.
Ibn 'Abbas said, "I think that answering a letter is a duty, just like returning the greeting."
হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
চিঠিপত্রের আদান-প্রদান