পরিচ্ছেদঃ ২৩৮- যে ব্যক্তি রোগীর কাছে নামায পড়ে।

৫২৫। আতা (রহঃ) বলেন, উমার ইবনে সাফওয়ান (রহঃ) আমার রুগ্ন অবস্থায় আমাকে দেখতে এলেন। নামাযের ওয়াক্ত হয়ে গেলে ইবনে উমার (রাঃ) তাদেরকে নিয়ে দুই রাকাআত নামায পড়েন এবং বলেন, আমরা সফরে আছি।

حَدَّثَنَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ عَمْرٍو ، عَنْ عَطَاءٍ ، قَالَ : " عَادَ ابْنُ عُمَرَ ابْنَ صَفْوَانَ ، فَحَضَرَتِ الصَّلاةُ ، فَصَلَّى بِهِمُ ابْنُ عُمَرَ رَكْعَتَيْنِ ، وَقَالَ : إِنَّا سَفْرٌ

حدثنا حدثنا عبد الله بن محمد ، قال : حدثنا سفيان ، عن عمرو ، عن عطاء ، قال : " عاد ابن عمر ابن صفوان ، فحضرت الصلاة ، فصلى بهم ابن عمر ركعتين ، وقال : انا سفر

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
রোগীর সাথে দেখা-সাক্ষাৎ