পরিচ্ছেদঃ ৪৩/৩২. নবী (ﷺ)-এর ইন্তিকালের দিন তাঁর বয়স কত ছিল।
১৫১৫. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু হয় তখন তাঁর বয়স হয়েছিল তেষট্টি বছর।
সহীহুল বুখারী, পর্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ১৯, হাঃ ৩৫৩৬; মুসলিম, পৰ্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৩২, হাঃ ২৩৪৯
كم سنّ النبيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يوم قبض
حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ
حديث عاىشة، ان النبي صلى الله عليه وسلم توفي وهو ابن ثلاث وستين
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪৩/ ফাযায়েল (كتاب الفضائل)