পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।
১৮৭৮। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ... নু’মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গম থেকে মদ হয়, যব থেকে মদ হয়, খেজুর থেকে মদ হয়, কিশমিশ থেকে মদ হয়, মধু থেকেও মদ হয়। সহীহ, ইবনু মাজাহ ৩৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব।
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا وَمِنَ الشَّعِيرِ خَمْرًا وَمِنَ التَّمْرِ خَمْرًا وَمِنَ الزَّبِيبِ خَمْرًا وَمِنَ الْعَسَلِ خَمْرًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrated An-Nu'man bin Bashir:
That the Messenger of Allah (ﷺ) said: "Indeed Khamr comes from wheat, Khamr comes from barely, Khamr comes from dates, Khamr comes from rasins, and Khamr comes from honey."
He said: There are narrations on this topic from Abu Hurairah.
[Abu 'Eisa said:] This Hadith is Gharib.
পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।
১৮৭৯। হাসান ইবনু আলী আল খাল্লাল (রহঃ) ... ইসরাঈল (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবূ হায়্যান আত-তায়মী এ হাদীসটিকে শা’বী-ইবনু উমার-উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম থেকে মদ হয় অনন্তর পুরো রিওয়ায়াত তিনি উল্লেখ করেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، نَحْوَهُ . وَرَوَى أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، هَذَا الْحَدِيثَ عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا فَذَكَرَ هَذَا الْحَدِيثَ .
Narrated 'Umar:
"Indeed Khamr comes from wheat." And he mentioned this Hadith.
পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।
১৮৮০। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, গম থেকে মদ হয়। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭৪ [আল মাদানী প্রকাশনী]
এটি ইবরাহীম ইবনুল মুহাজির (রহঃ) এর রিওয়ায়াত (১৮৭৯ নং) অপেক্ষা অধিকতর সহীহ। আলী ইবনুল মাদানী (রহঃ) বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেছেন, ইবরাহীম ইবনুল মুহাজির শক্তিশালী রাবী নন।
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا بِذَلِكَ، أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا بِهَذَا . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ . وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ لَمْ يَكُنْ إِبْرَاهِيمُ بْنُ مُهَاجِرٍ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ أَيْضًا عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .
Narrated 'Umar bin Al-Khattab:
"Indeed Khamr comes from wheat."
[After mentioning this, he said:] and this is more correct than the narration of Ibrahim bin Muhajir (no. 1872). 'Ali bin Al-Madini said: "Yahya bin Sa'eed said: 'Ibrahim bin Al-Muhajir is not strong [in Hadith].'" And it has also been reported through other rotes from Ash-Sha'bi, from An-Nu'man bin Bashir.
পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।
১৮৮১। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হয় এ দুটি বৃক্ষ থেকেঃ খেজুর ও আঙ্গুর। সহীহ, ইবনু মাজাহ ৩৩৭৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবূ কাসীর সুহায়মী হলেন ’উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনু আবদুর রহমান ইবনু গুফায়ল। শু’বা (রহঃ) ইকরিমা ইবনু আম্মার (রহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، وَعِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةُ وَالْعِنَبَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ هُوَ الْغُبَرِيُّ وَاسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُفَيْلَةَ . وَرَوَى شُعْبَةُ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ هَذَا الْحَدِيثَ .
Narrated Abu Kathir As-Suhaimi:
That he heard Abu Hurairah saying that the Messenger of Allah (ﷺ) said: "Khamr comes from these two trees (plants): The datepalm and the grape (vine)."
[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih. Abu Kathir As-Suhaimi is Al-Ghubari, and his name is Yazid bin 'Abdur-Rahman bin Ghufailah and Shu'bah reported this Hadith from 'Ikrimah bin 'Ammar.