১৮৭৯

পরিচ্ছেদঃ যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরি করা হয়।

১৮৭৯। হাসান ইবনু আলী আল খাল্লাল (রহঃ) ... ইসরাঈল (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। আবূ হায়্যান আত-তায়মী এ হাদীসটিকে শা’বী-ইবনু উমার-উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, গম থেকে মদ হয় অনন্তর পুরো রিওয়ায়াত তিনি উল্লেখ করেন। সহীহ, ইবনু মাজাহ ৩৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭৩ [আল মাদানী প্রকাশনী]

باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ ‏

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، نَحْوَهُ ‏.‏ وَرَوَى أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، هَذَا الْحَدِيثَ عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ إِنَّ مِنَ الْحِنْطَةِ خَمْرًا فَذَكَرَ هَذَا الْحَدِيثَ ‏.‏


Narrated 'Umar: "Indeed Khamr comes from wheat." And he mentioned this Hadith.