গুনাহ মাফের উপায় গুনাহ মাফের আমলগুলোর স্তরবিন্যাস শাহাদাৎ হুসাইন খান ফয়সাল (রহ.)
গুনাহ মাফের ‘আমলগুলোর স্তরবিন্যাস
গুনাহ মাফের ‘আমলগুলো কয়েকটি স্তরে বিভক্ত। স্তরগুলো হলো :
[১] এমন ‘আমল যা ব্যক্তির বিগত জীবনের গুনাহ মাফ করে দেয়;
[২] এমন ‘আমল যা ব্যক্তিকে সেদিনের মতো নিষ্পাপ করে দেয় যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন;
[৩ এমন ‘আমল যা ব্যক্তির গুনাহগুলো মাফ করিয়ে দেয় যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ বা তার থেকেও বেশি হয়;
[৪] এমন ‘আমল যা ব্যক্তির যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার গুনাহও মাফ করে দেয়;
[৫] এমন ‘আমল যা ব্যক্তির গুনাহগুলো সাধারণভাবে মাফ করিয়ে দেয় :
উপরে উল্লিখিত স্তরগুলোর অধীনে যেসকল ‘আমল সুন্নাহ্ দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলো সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলো।