নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
إطالة الركوع রুকু দীর্ঘায়িত করা
کان ﷺ یجعل رکوعه و قیامه بعد الرکوع وسجوده وجلسته بین السجدتين قريبا من السواء
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকু ও রুকুর পর দাঁড়ানো, সাজদাহ এবং দুই সাজদার মাঝখানে অবস্থানের পরিমাণ বরাবরের কাছাকাছি রাখতেন।[1]
[1] বুখারী ও মুসলিম, এটি ইরওয়াউল গালীল’ গ্রন্থে (৩৩১) উদ্ধৃত হয়েছে।