ইসলামী জীবন-ধারা দাস-দাসীর সাথে ব্যবহার আবদুল হামীদ ফাইযী
কাজের লোক রাখুন দুটি গুণ দেখে
কাজের লোক রাখুন দুটি গুণ দেখে; সে যেন কর্মঠ হয় এবং আমানতদার হয়। মহান আল্লাহ নবী শুআইব জ-এর এক কন্যার কথা উল্লেখ করে বলেন,
إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الأَمِينُ
অর্থাৎ, তোমার মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি, যে শক্তিশালী ও বিশ্বস্ত। (সূরা ক্বসাস ২৬ আয়াত)