ইসলামী জীবন-ধারা শয়ন ও নিদ্রার আদব আবদুল হামীদ ফাইযী
উপুড় হয়ে শুবেন না
একদা রাসুল (ﷺ) এক ব্যক্তির নিকট গেলেন। তখন সে উবুড় হয়ে শুয়ে ছিল। তিনি নিজ পা দ্বারা তাকে স্পর্শ করে বললেন, ‘‘এ ঢঙের শয়নকে আল্লাহ আয্যা অজাল্লা পছন্দ করেন না।’’[1]
[1]. আহমাদ ২/২৮৭, ইবনে হিববান, হাকেম ৪/২৭১, সহীহুল জা’মে হা/২২৭০