ইসলামী জীবন-ধারা কুরআনের প্রতি আদব আবদুল হামীদ ফাইযী
মাঝে মাঝে কুরআন খতম করার চেষ্টা করুন
আপনার সময় ও সামর্থ্য অনুযায়ী মাসে এক থেকে দশবার কুরআন খতম করুন। তিন দিনের কম সময়ে খতম করার চেষ্টা করবেন না। কারণ মহানবী (ﷺ) বলেন,
لا يَفْقَه مَنْ قرأه في أقلَّ من ثلاث
‘‘সে ব্যক্তি কুরআন বুঝে না, যে তিন দিনের কম সময়ে তা খতম করে।’’[1]
প্রকাশ থাকে যে, কুরআন খতম করার পর ফিরিয়ে সূরা ফাতিহা ও বাক্বারার পাঁচটি আয়াত পড়া বিদআত।[2]
[1]. আবূ দাঊদ হা/১৩৯৪, তিরমিযী, ইবনে মাজাহ প্রমুখ, সহীহুল জা’মে হা/৭৭৪৩
[2]. বিদাউল ক্বুর্রা’ ২৬পৃঃ
[2]. বিদাউল ক্বুর্রা’ ২৬পৃঃ