হাদীসের নামে জালিয়াতি  অন্যান্য কিছু বানোয়াট হাদীস  ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৪. মৃত্যুর আগে মৃত্যুবরণ কর          
          
                         
           
   
          
 
          
      
      
   
      হাদীস নামে প্রচলিত একটি বানোয়াট বাক্য:
مُوْتُوا قَبْلَ أَنْ تَمُوْتُوأ
‘‘তোমরা মৃত্যুর আগেই মৃত্যুবরণ কর।’’
ইবনু হাজার আসকালানী, সাখাবী, মোল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস একমত যে, এ কথাটি ভিত্তিহীন একটি বানোয়াট কথা।[1]
 [1] সাখাবী, আল-মাকাসিদ, পৃ. ৪৩২; মোল্লা কারী, আল-আসরার, পৃ. ২৪৬; আল-মাসনূ, পৃ. ১৬১; দরবেশ হূত, আসনাল মাতালিব, পৃ. ২৩৫; আজলূনী, কাশফুল খাফা ২/৩৮৪।