হাদীসের নামে জালিয়াতি  শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ২১. জুমু‘আর দিনে পাগড়ী পরিধানের ফযীলত          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আবু দারদা(রা)-এর নামে বর্ণিত মিথ্যা কথা:
إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّوْنَ عَلَى أَصْحَابِ الْعَمَائِمِ يَوْمَ الْجُمُعَةِ
‘‘আল্লাহ এবং তাঁর ফিরিশতাগণ শুক্রবারে পাগড়ী পরিহিতদের উপর সালাত (দয়া ও দোয়া) প্রেরণ করেন।’’[1]
 [1] হাইসামী, মাজমাউয যাওয়াইদ ২/১৭৬, ৫/১২১; যাহাবী, মীযানুল ইতিদাল ১/৪৬৩; ইবনু হাজার, লিসানুল মীযান ১/৪৮৮; সাখাবী, মাকাসিদ, পৃ: ২৯৮; আজলূনী, কাশফুল খাফা ২/৯৫।