হাদীসের নামে জালিয়াতি  শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ১৮. পাগড়ী ফিরিশতাগণের বেশ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আরেকটি বানোয়াট হাদীস:
عَلَيْكُمْ بِالْعَمَائِمِ فَإِنَّهَا سِيْمَا الْمَلاَئِكَةِ وَأَرْخُوْهَا خَلْفَ ظُهُوْرِكُمْ
‘‘তোমরা পাগড়ী পরবে; কারণ পাগড়ী ফিরিশতাগণের চিহ্ন বা বেশ। আর তোমরা পিছন থেকে পাগড়ীর প্রান্ত নামিয়ে দেবে।’’[1]
 [1] তাবারানী, আল-মু‘জামুল কাবীর ১২/৩৮৩; বাইহাকী, শু‘আবুল ঈমান ৫/১৭৬; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৫/১২০; যাহাবী, মীযানুল ইতিদাল ১/৩১৫, ৬/২৯৪ ৭/২০৪; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৫/১২০; আজলূনী, কাশফুল খাফা ২/৯৪।