হাদীসের নামে জালিয়াতি  শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ১৬. পাগড়ী পরে পূর্ববর্তী উম্মাতদের বিরোধিতা কর          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আরেকটি যয়ীফ বা বানোয়াট হাদীস:
اِعْتَمُّوْا خَالِفُوْا عَلَى الأُمَمِ قَبْلَكُمْ
‘‘তোমরা পাগড়ী পরিধান করবে, তোমাদের পূর্ববর্তী জাতিদের বিরোধিতা করবে।’’[1]
 [1] বাইহাকী, শু‘আবুল ঈমান ৫/১৭৬।