হাদীসের নামে জালিয়াতি  শুভাশুভ, সাজসজ্জা, পানাহার ও বিবিধ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ১১. পাগড়ী আরবদের তাজ পাগড়ী খুললেই পরাজয়          
          
                         
           
   
          
 
          
      
      
   
      অন্য একটি বানোয়াট হাদীসে বলা হয়েছে:
اَلْعَمَائِمُ تِيْجَانُ الْعَرَبِ فَإِذاَ وَضَعُوْا الْعَمَائِمَ وَضَعُوْا عِزَّهُمْ، أَوْ وَضَعَ اللهُ عِزَّهُمْ
‘‘পাগড়ী আরব জাতির মুকুট। তারা যখন পাগড়ী ফেলে দেবে তখন তাদের মর্যাদাও চলে যাবে বা আল্লাহ তাদের মর্যাদা নষ্ট করে দেবেন।’’[1]
 [1] প্রাগুক্ত।