হাদীসের নামে জালিয়াতি  বেলায়াত, আওলিয়া ও ইলম বিষয়ক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩৫. মানুষই আল্লাহর গুপ্ত রহস্য          
          
                         
           
   
          
 
          
      
      
   
      একটি জাল ‘হাদীসে কুদসী’-তে বলা হয়েছে:
اَلإِنْسَانُ سِرِّيْ وَأَنَا سِرُّهُ
‘‘মানুষ আমার গুপ্ত রহস্য এবং আমি মানুষের গুপ্ত রহস্য।’’
কথাটি একেবারেই ভিত্তিহীন, সনদবিহীন বানোয়াট কথা।[1]
 [1] সিররুল আসরার, পৃ. ২৩, ৩১।