হাদীসের নামে জালিয়াতি আহল বাইত, সাহাবী-তাবিয়ী ও উম্মাত ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
১৯. আখেরী যামানার উম্মাতের জন্য চিন্তা
আব্দুল কাদির জীলানীর (রাহ) নামে প্রচলিত ‘সিররুল আসরার’ গ্রন্থের মধ্যে ঢুকানো অগণিত ভিত্তিহীন জাল হাদীসের একটি নিম্নরূপ:
غَمِّيْ لأَجْلِ أُمَّتِيْ فِيْ آخِرِ الزَّمَانِ
‘‘আমার শেষ যামানার উম্মতের জন্য আমার খুবই চিন্তা!’’[1]
সহীহ, যয়ীফ বা মাউযূ কোনো সনদেই কোনো গ্রন্থে এ কথা পাওয়া যায় না। আমরা আগেই বলেছি এ বইটি পুরোটিই জাল বলে প্রতীয়মান হয়।
[1] সিররুল আসরার, পৃ. ১৫।