হাদীসের নামে জালিয়াতি  (খ) পূর্ববর্তী সৃষ্টি, নবীগণ ও তাফসীর বিষয়ক জাল হাদীস ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ১১. ইবলিস কর্তৃক ময়ূর ও সাপের সাহায্য গ্রহণ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ইবলিস সাপ ও ময়ূরের সাহায্যে আদম ও হাওয়া (আঃ)-কে প্ররোচনা প্রদানের চেষ্টা করে বলে অনেক কথা প্রচলিত রয়েছে। এগুলো ইহূদী-খৃস্টানদের থেকে গ্রহণ করা হয়েছে বলে গবেষকগণ উল্লেখ করেছেন।[1]
 [1] মুহাম্মাদ আবূ শাহবাহ, আল-ইসরাঈলিয়্যাত ওয়াল মাউদূ‘আত, পৃ. ১৭৮-১৮০।