স্বালাতে মুবাশ্শির  বিভিন্ন সিজদা সমূহ আবদুল হামীদ ফাইযী
    
           সিজদার জন্য ওযূ জরুরী কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      তিলাওয়াতের সিজদার জন্য ওযূ শর্ত নয়। শরমগাহ্ ঢাকা থাকলে কেবলামুখে এই সিজদাহ করা যায়। যেহেতু ওযূ শর্ত হওয়ার ব্যাপারে কোন সহীহ বর্ণনা পাওয়া যায় না। (নাইলুল আউতার, শাওকানী, আলমুমতে’, শারহে ফিক্হ, ইবনে উষাইমীন ৪/১২৬, ফিকহুস সুন্নাহ্ আরবী ১/১৯৬)