মাসআলাগুলো নিম্নরূপঃ
(১) পাথর মারা শেষ হলেই পশু জবাই করতে হয়।
(২) পশু জবাইয়ের সময় শুরু হয় ১০ই যিলহজ্জ সূর্যোদয়ের পর থেকে ১৩ই যিলহজ্জ সূর্য ডুবার পূর্ব পর্যন্ত।
(৩) মিনা বা মক্কা উভয় স্থানেই পশু জবাই করা জায়েয।
(৪) পশুটি নিখুঁত, ত্রুটিমুক্ত এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে।
(৫) একজন ব্যক্তি তার নিজের জন্য একাধিক হাদী ও কুরবানী জবাই করতে পারবেন।
(৬) আবার গরু বা উট হলে এক পশুতে ৭ জন শরীক হতে পারবেন।
(৭) জবাইয়ের সময় পশুকে কেবলামুখী করে জবাই করতে হবে।
(৮) পশুটিকে বাম কাত করে ফেলে ডান পাশে পাঁ রেখে মজবুত করে চেপে ধরে জবাই করবেন।
(৯) জবাইর সময় বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার।
(১০) কুরবানীর গোশ্ত নিজে খাওয়া, বিতরণ ও দান করা সবই সুন্নাত এবং জমা রাখা জায়িয।
(১১) তিন ভাগের একভাগ গোশ্ত গরীব-মিসকীনদের মধ্যে বিতরণকালে ভাগের মধ্যে পরিমাণে একটু কম-বেশী হলে অসুবিধা নেই।
(১২) অপরিচিত সংস্থা বা অজানা অবিশ্বস্ত লোকের কাছ থেকে কুরবানীর রসিদ কাটবেন না।