প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  ই‘তিকাফ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           সর্বনিম্ন কী পরিমাণ সময় ই‘তিকাফ করা যায়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা। শাইখাইনের মতে ই‘তিকাফের ন্যূনতম সময়সীমা ১দিন। কেননা, হানাফী মতে ই‘তিকাফের জন্য রোযা শর্ত। আর রোযা ১ দিনের কমে পূর্ণ হয় না।