প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  ঋতুবতী মহিলাদের সিয়াম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           নিফাসওয়ালী নারীর যদি ৪০ দিন পার হওয়ার পরও রক্ত বন্ধ না হয় তাহলে কি করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      চল্লিশতম দিন পার হলে গোসল করে রোযা রাখা শুরু করবে। অতিরিক্ত মেয়াদের এ অবস্থাকে ধরে নেবে ইস্তেহাদা বা রক্তপ্রদর রোগ। আর রক্তপ্রদর হলে রোযা ভঙ্গ করা জায়েয নয়।