প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  ঋতুবতী মহিলাদের সিয়াম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ঋতুবতী মহিলা বলতে কী বুঝায়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      বালেগ হওয়ার পর মহিলাদের প্রতিমাসে ৬/৭ দিন বা কমবেশি মেয়াদে শরীর থেকে রক্তক্ষরণ হয়। এটাকে বলা হয় মাসিক ঋতুস্রাব বা হায়েয। আর সন্তান প্রসবের পর রক্ত রক্তক্ষরণ হয় প্রায় ৪০ দিন ব্যাপী। এটাকে বলা হয় নিফাস। এ দু’ অবস্থায়ই মহিলাদেরকে ঋতুবর্তী বলা হয়। তখন তারা নাপাক বা অপবিত্র থাকে।