প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  মুসাফিরের সিয়াম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           কেউ যদি এক দেশে রোযা রাখে অতঃপর ভিন্ন রাষ্ট্রে চলে যায় তাহলে রোযা শুরু বা শেষ কোন দেশের সময় অনুযায়ী করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যখন যে দেশে অবস্থান করবে সে দেশের লোকদের সাথে ঐ দেশের সময় অনুযায়ী রোযা রাখবে ও ঈদ পালন করবে। তারপর যদি রোযার সংখ্যা ২৯ এর কম হয় তবে ঈদের পরে ১দিন কাযা করবে।