প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  মুসাফিরের সিয়াম অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           সফরে সিয়াম ভঙ্গ করা কি বাধ্যতামূলক নাকি ইচ্ছাধীন?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ইচ্ছাধীন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
صُمْ إِنْ شِئْتَ وَأَفْطِرْ إِنْ شِئْتَ
‘‘ইচ্ছা করলে সিয়াম পালন কর এবং চাইলে ভেঙ্গেও ফেলতে পার।’’ (মুসলিম : ১১২১)