প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  সিয়াম অবস্থায় যেসব কাজ মুবাহ অর্থাৎ বৈধ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           যদি সুবহে সাদেক হয়ে যায় বা ফজরের আযান শুরু হয়ে যায় আর মুখে খাবার বা পানীয় থাকে তাহলে কি করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মুখে যেটুকু খাবার বা পানি আছে তা ফেলে দেবে। ফলে তার রোযা শুদ্ধ হয়ে যাবে। এটা ফকীহদের ঐক্যমতের রায়।