প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  সিয়ামের নিয়ত : সময় ও পদ্ধতি অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ‘‘নাওয়াইতু আন’’ বলে নিয়ত শুরু করার প্রচলনটা কীভাবে হল?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কারো কারো ধারণা কায়েদা বাগদাদীর লেখক নিজে থেকে বানিয়ে এটা শুরু করে দিয়েছিলেন। পরবর্তীকালে অন্যান্য বইয়ের লেখকেরা কোন যাচাই বাছাই ছাড়াই তাদের বইগুলোতেও এগুলো নকল করেছেন। এগুলোর কোন অস্তিত্ব বা দলীল কুরআন-হাদীসে কোথাও নেই।