দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
আমি বাসের কন্ডাক্টরের চাকুরী করি। সেই বাসে বাড়ির কোন লোক বা বন্ধু চড়লে তাঁদের নিকট থেকে ভারা চাইতে লজ্জাবোধ করি। তারা ভাড়া দিতে চাইলেও সৌজন্যের খাতিরে না নিয়ে বিনা ভাড়াতে তাঁদের গন্তব্য স্থলে পৌঁছে দিই। এটা কি আমার মালিকের কাজে খেয়ানত গণ্য হবে?
অবশ্যই আপনার খেয়ানত হবে। তবে আপনি দুটির একটি করতে পারেন। নিজের পকেট থেকে সেই ভাড়া দিয়ে পুজিয়ে দিতে পারেন অথবা বাস মালিকের নিকট অনুমতি নিতে পারেন।