পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৭. ২. ৮. ঈশ্বরের পুরোহিতদের জন্য বরাদ্দকৃত কুমারী মেয়েরা
যুদ্ধবন্দি বত্রিশ হাজার কুমারীকে ‘ভোগ’ করলেন ঈশ্বরের প্রজারা। তবে ঈশ্বরের পুরোহিত, যাজক বা ইমামরা বঞ্চিত হলেন না: ‘‘বনি-ইসরাইলরা যে অর্ধেক ভাগ পেল তার মধ্য থেকে মূসা প্রতি পঞ্চাশজন অবিবাহিতা সতী মেয়ে থেকে একজন করে এবং প্রতি পঞ্চাশটা পশু থেকে একটা করে নিয়ে মাবুদের হুকুম মত লেবীয়দের দিলেন, যাদের উপর মাবুদের আবাস-তাম্বু দেখাশোনার ভার ছিল।’’ (শুমারী ৩১/৪৭)