পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৩. ২. ২. শমরিয়া দেশীয় ঈশ্বরের বিধান না মানায় সিংহ দিয়ে হত্যা
‘‘আশেরিয়ার (Assyria) বাদশাহ্ ইসরাইলের লোকদের জায়গা পূরণ করবার জন্য ব্যাবিলন, কূথা, অববা, হামা ও সফর্বয়িম থেকে লোক আনিয়ে সামেরিয়ার শহর ও গ্রামগুলোতে বসিয়ে দিলেন। ... সেখানে বাস করবার প্রথম দিকে তারা মাবুদের এবাদত করত না; তাই তিনি তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিলেন। সেগুলো তাদের কিছু লোককে মেরে ফেলল। ... তারা জানে না সেই দেশের আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, তাই আল্লাহ তাদের মধ্যে সিংহ পাঠিয়ে দিয়েছেন আর সেগুলো তাদের মেরে ফেলছে।’’ (২ বাদশাহনামা ১৭/২৪-২৬)