পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ২. ১৪. সাত দিনে ১ লক্ষ ৪২ হাজার কোরবানি
বাদশাহ সোলাইমান বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া কোরবানি দিলেন। সাত দিন ধরে এ অনুষ্ঠান চলল (২ খান্দাননামা ৭/৫, ৮-৯)। যদি সাত দিন একটানা ২৪ ঘণ্টা কোরবানি চলে এবং প্রতি মিনিটে ১৪টার বেশি এবং প্রতি ঘণ্টায় ৮৪৫ টার বেশি প্রাণি জবাই করা হয় তবেই এ সংখ্যা পূরণ করা সম্ভব। সংখ্যাটা কি বিশ্বাস্য?