পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮.২.২. প্রত্যেক ‘বীজোৎপাদক ওষধি’-ই কি ভক্ষণযোগ্য?
বাইবেল বলছে যে, পৃথিবীর ‘প্রত্যেক’ ‘বীজোৎপাদক ওষধি’ এবং সকল ‘সবীজ ফলদায়ী বৃক্ষ (every herb bearing seed, and every tree, in the which is the fruit of a tree yielding seed) মানুষের খাদ্য বা খাওয়ার উপযোগী: ‘‘দুনিয়ার উপরে প্রত্যেকটি শস্য ও শাক-সবজী যার নিজের বীজ আছে এবং প্রত্যেকটি গাছ যার ফলের মধ্যে তার বীজ রয়েছে সেগুলো আমি তোমাদের দিলাম। এগুলোই তোমাদের খাবার হবে।’’ (আদিপুস্তক/ পয়দায়েশ ১/২৯)।
বাস্তবে এ কথা সঠিক নয়। এগুলোর মধ্যে প্রচুর বিষাক্ত ওষধি বা শাক-সবজি ও বীজওয়ালা ফল রয়েছে, যেমন হেমলক (hemlock), বাকআই পড (buckeye pod), নাইটশেড (nightshade), করবী বা ওলেনডার (oleander) ইত্যাদি।