পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ১৪. ৪. উন্নত প্রজনন, এক জমিতে দু’ ফসল ও দু’ সুতোর কাপড়
বিভিন্ন জাতের প্রাণিদের মিলনের মাধ্যমে প্রজনন, একই ক্ষেত্রে দু’ প্রকারের বীজ বোনা, রেশম ও সুতি, কটন ও সিনথেটিক ইত্যাদি দু’ প্রকারের সুতো দ্বারা কাপড় তৈরি বা পরিধান পাপ: ‘‘আমার নিয়ম মেনে চলতে হবে। বিভিন্ন জাতের পশুদের মধ্যে সহবাস ঘটানো চলবে না। একই ক্ষেত্রে দুই রকম বীজ বোনা চলবে না। দুই জাতের সুতায় বোনা কাপড় পরা চলবে না।’’ (লেবীয় ১৯/১৯)