পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ৬. ১৬. ব্যভিচারিণীর সন্তানদেরও হত্যা করতে হবে / ৮. ১. ৬. ১৭. মানুষ খুন বা হত্যা
৮. ১. ৬. ১৬. ব্যভিচারিণীর সন্তানদেরও হত্যা করতে হবে
যীশু ব্যভিচারী ও ব্যভিচারিণীকে ‘বিছানায় রাখা’ ও ‘ভীষণ কষ্টে রাখা’ শাস্তি দিলেও তার সন্তানদেরকে হত্যার বিধান দিয়েছেন: ‘‘জেনা থেকে মন ফিরাবার জন্য আমি তাকে সময় দিয়েছিলাম কিন্তু সে মন ফিরাতে রাজী হয় নি। সেজন্য আমি তাকে বিছানায় ফেলে রাখব, আর যারা তার সংগে জেনা করে তারা যদি জেনা থেকে মন না ফিরায় তবে তাদের ভীষণ কষ্টের মধ্যে ফেলব। আর তার ছেলেমেয়েদেরকেও আমি মেরে ফেলব।’’ (প্রকাশিত কালাম ২/২১-২৩)
৮. ১. ৬. ১৭. মানুষ খুন বা হত্যা
‘‘যদি কেউ কাউকে খুন করে তবে তাকেও হত্যা করতে হবে।... মানুষ হত্যা করলে মরতে হবে।’’ (লেবীয় ২৪/১৭-২২)