পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ৬. ৩. যাদু ব্যবহার
‘‘কোনো জাদুকারিণীকে বেঁচে থাকতে দেবে না।’’ (হিজরত/ যাত্রা ২২/১৮)
খ্রিষ্টান ইউরোপের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ সকলেই জানেন যে, এ নির্দেশের কারণে পাদরিদের তত্ত্বাবধানে কয়েক মিলিয়ন নিরপরাধ মানুষকে যাদুকর বা যাদুকারিণী (ডাইনী) সন্দেহে হত্যা করা হয়। “Millions of innocent people were hacked to pieces and burned to death during the inquisition due to this ‘sacred’ verse.” ‘‘এ ‘পবিত্র’ শ্লোকটার কারণে ইনকুইজিশন যুগে মিলিয়ন মিলিয়ন নিরপরাধ মানুষকে কেটে টুকরো করা হয় এবং পুড়িয়ে হত্যা করা হয়।’’[1]
[1] Exodus: http://www.thegodmurders.com/id29.html