পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৯. ৬. নিরপেক্ষ কি পক্ষে না বিপক্ষে
যীশু এ বিষয়ে পরস্পর বিরোধী কথা বলেছেন। মথি ১২/৩০: ‘‘যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ এবং যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়ায়।’’
এ বক্তব্য নিশ্চিত করে যে, যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষ ও শত্রু বলেই গণ্য। এর বিপরীতে মার্ক ৯/৪০: ‘‘কারণ যে কেউ আমাদের বিপক্ষ নয়, সে আমাদের সপক্ষ।’’ লূক ৯/৫০: ‘‘কেননা যে তোমাদের বিপক্ষ নয়, সে তোমাদের সপক্ষ।’’
প্রথম বক্তব্য অনুসারে দুনিয়ার অধিকাংশ মানুষ, ইহুদি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও সকল ধর্মের ও ধর্মহীন সকল মানুষই যীশুর বিরুদ্ধে; কারণ তারা যীশুর পক্ষে নন। দ্বিতীয় বক্তব্য অনুসারে যারা খ্রিষ্টের বিরুদ্ধে কথা বলে শুধু তারাই তাঁর বিরুদ্ধে। যারা খ্রিষ্টের নাম শোনেনি, বা শুনলেও বিরুদ্ধে কিছু বলে না তারা খ্রিষ্টের পক্ষে।