৩. ৭. ৯. ভয় মিশ্রিত মহানন্দে না মহাতঙ্কে ফিরে গেলেন?

মথি লেখেছেন যে, কবরের সামনে স্বর্গদূতের (ফেরেশতার) মুখ থেকে যীশুর জীবিত হওয়ার সংবাদ পেয়ে মরিয়মদ্বয় অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সংগে (with fear and great joy) তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং যীশুর শিষ্যদের এ সংবাদ দেবার জন্য দৌড়াতে লাগলেন। (মথি ২৮/৬-৮) কিন্তু যোহনের বর্ণনায় মহিলা ‘খুব আনন্দের’ সাথে ফিরেন নি। বরং পাথর সরানো দেখেই তিনি নিশ্চিত হন যে, যীশুর লাশ চুরি হয়ে গিয়েছে। তিনি আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে পিতর ও অন্য শিষ্যকে সংবাদ দেন। (যোহন ২০/১-২)