কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা ষষ্ঠ অধ্যায়: বিদ‘আত ও বিভক্তি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৬. ৫. ৪. ২. ৪. পাপী মুমিন বিষয়ক মূলনীতি
পূর্ববর্তী অধ্যায়ে তাকফীর বিষয়ক মূলনীতি আলোচনা কালে আমরা দেখেছি যে, পাপী মুসলিমের বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামা‘আত মধ্যপন্থা অবলম্বন করেছেন। তাদেরকে সুনিশ্চিত জাহান্নামী বা জান্নাতী বলেন নি। বরং শাস্তি, ক্ষমা বা শাস্তি পূর্বক ক্ষমার পর তাদের জান্নাতের আশা পোষণ করেছেন। এ বিষয়ে কুরআন, হাদীস ও সাহাবীগণের মতামতের আলোকে ইমামগণের বক্তব্য আমরা পূর্ববর্তী অধ্যায়ে দেখেছি।