প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৪০. হায়েয বা নিফাস পিরিয়ডের মধ্যে গণ্য নয়- এটা বুঝার উপায় কী?
যৌবনের শুরুতে মেয়েটির হায়েয পিরিয়ড কত দিনের ছিল, প্রতি মাসে কতদিন যাবৎ হায়েয চলতে থাকত- এ সময়টাকে সে তার নিজের জন্য হায়েযের পিরিয়ড হিসেবে গণ্য করবে। এ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও যদি রক্ত নির্গত হতে থাকে তাহলে এ বর্ধিত দিনগুলোকে ইস্তিহাদা বা প্রদরের দিন হিসেবে গণ্য করবে। আর নিফাসওয়ালী মেয়েরা ৪০ দিন অতিবাহিত হওয়ার পরও যদি তাদের রক্ত আসতে থাকে। তাহলে ঐ বর্ধিত দিনগুলোকে ইস্তিহাদার দিন হিসেবে গণ্য করবে।