প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৩. ওযূর অঙ্গে পট্টি বাঁধা থাকলে সে অংশে কি পানি লাগতে হবে?
আহত বা ক্ষতজনিত কারণে ওযুর কোন অংশে যদি পট্টি বা ব্যান্ডেজ বাঁধা থাকে আর যদি মনে হয় যে, সে স্থানে পানি লাগলে ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে ভেজা হাতে ক্ষতস্থান বা ব্যান্ডেজের উপর শুধু মাসেহ করলেই ওযূ হয়ে যাবে । এক্ষেত্রে ধোয়ার কোন প্রয়োজন নেই।