শু'আবুল ঈমান (ঈমানের শাখাসমূহ) ঈমানের শাখাসমূহ ইমাম বাইহাকী
শাখা-৩১. কাফফারা (প্রতিকার)
আল কুরআন ও সুন্নাহ্ অনুযায়ী চারটি অপরাধের প্রতিবিধানের নাম কাফফারা । অপরাধগুলো হচ্ছে- ১. হত্যা, ২. জিহার (স্ত্রীকে মায়ের কোনো অংগের সাথে তুলনা করা), ৩. শপথ এবং ৪. রমযানে দিনের বেলা স্ত্রীকে নিয়ে বিছানায় যাওয়া। শরী'আহ্ যে জরিমানা নির্দিষ্ট করেছে তাকে ফিয়াও বলা হয়। ফিদয়া শুধু আল্লাহ্র পক্ষ থেকে শাস্তিই নয় এটি আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবেও কাজ করে।