সহীহ দুআ ও যিক্র প্রার্থনামূলক কুরআনী দুআ আবদুল হামীদ ফাইযী
১৩৷ বিপদ বা ব্যাধিগ্রস্ত হলেঃ
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
“লা ইলা-হা ইল্লা আন্তা সুবহা-নাকা ইন্নী কুন্তু মিনায যা-লিমীন।” ।
অর্থঃ তুমি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই; তুমি পবিত্র, মহান। নিশ্চয় আমি সীমালংঘনকারী। (আম্বিয়াঃ৮৭)
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
“(রাব্বি) আন্নী মাস্সান্নিয়ায যুররু অআন্তা আরহামুর রাহিমীন।”
অর্থঃ (হে আমার প্রতিপালক!) আমি দুঃখ-কষ্টে পড়েছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। (আম্বিয়াঃ ৮৩)