কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৩০০. নিজের যৌন উত্তেজনাকে যে কোন প্রকারে একেবারে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দেয়া
সা’দ বিন্ আবী ওয়াক্কাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا
‘‘রাসূল (সা.) ’উস্মান বিন্ মায্’উন্ (রা.) কে চিরস্থায়ীভাবে যৌন উত্তেজনা ধ্বংস করতে নিষেধ করেছেন। যদি তিনি তাঁকে এ ব্যাপারে অনুমতি দিতেন তা হলে আমরা সবাই তাই করতাম’’।[1]
[1] (বুখারী, হাদীস ৫০৭৩, ৫০৭৪ মুসলিম, হাদীস ১৪০২)