কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২৯৯. কাউকে যে কোন ভাবে কোন ধরনের ক্ষতির সম্মুখীন করা; চাই সে আপনার কোন ক্ষতি করুক কিংবা নাই করুক          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ’উবাদাহ্ বিন্ স্বামিত ও আব্দুল্লাহ্ বিন্ ’আববাস্ (রাঃ) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
‘‘তুমি কারোর কোন ধরনের ক্ষতি করো না। তেমনিভাবে তোমরা পরস্পর একে অপরের কোন ধরনের ক্ষতি করার প্রতিযোগিতা করো না’’।[1]
আবু স্বিরমাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ ضَارَّ أَضَرَّ الله بِهِ ، وَمَنْ شَاقَّ شَقَّ الله عَلَيْهِ
‘‘যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় আল্লাহ্ তা’আলা তার ক্ষতি করেন। তেমনিভাবে যে ব্যক্তি অন্যের উপর কঠিন হয় আল্লাহ্ তা’আলাও তার উপর কঠিন হোন’’।[2]
> [1] (ইবনু মাজাহ্, হাদীস ২৩৬৯, ২৩৭০)
[2] (ইবনু মাজাহ্, হাদীস ২৩৭১)
                [2] (ইবনু মাজাহ্, হাদীস ২৩৭১)