৭৫. প্রশাসক গোষ্ঠীর কাউকে কোন কিছু উপঢৌকন দেয়া

’আব্দুল্লাহ্ বিন্ ’আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

الْـهَدِيَّةُ إِلَى الْإِمَامِ غُلُوْلٌ

‘‘প্রশাসককে উপঢৌকন দেয়া (যুদ্ধলব্ধ সম্পদ) আত্মসাতের শামিল’’।[1]

>
[1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৭০৫৪)