কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৭৪. প্রচারের উদ্দেশ্য ছাড়া হাজীদের কোন হারানো জিনিস রাস্তা থেকে উঠিয়ে নেয়া
আব্দুর রহমান বিন্ ’উসমান তাইমী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُقَطَةِ الْـحَاجِّ
‘‘রাসূল (সা.) হাজীদের হারানো কোন জিনিস (প্রচারের উদ্দেশ্য ছাড়া) রাস্তা থেকে উঠিয়ে নিতে নিষেধ করেছেন’’।[1]
আব্দুল্লাহ্ বিন্ ’আববাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
وَلاَ يَلْتَقِطُ إِلاَّ مَنْ عَرَّفَهَا
‘‘মক্কার রাস্তা-ঘাটে পড়ে থাকা হারানো কোন জিনিস প্রচারের উদ্দেশ্য ছাড়া কেউ যেন উঠিয়ে না নেয়’’।[2]
> [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৬৯৭৯)
[2] (মুসলিম, হাদীস ১৩৫৩)
[2] (মুসলিম, হাদীস ১৩৫৩)