কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান ইসলামহাউজ.কম ১৫২ টি
কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান ইসলামহাউজ.কম ১৫২ টি

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد

ভাষা চর্চাকারীর কাছে অভিধানের গুরুত্ব অপরিসীম। শব্দকোষ ছাড়া যে কোনো বিদেশী ভাষার মর্ম বোঝা ও আয়ত্ব করা দুরূহই নয়- অসম্ভবও বটে। ভাষা চর্চাকারীগণ এ সত্যটুকু পদে পদে উপলব্ধি করেন। এমনকি ভাষাবিদগণের মতে, ‘যে কোনো ভাষার অর্ধেক জ্ঞান তার অভিধানেই নিহিত।’

বহুদিন যাবত কুরআনে কারীম বোঝার জন্য উন্নতমানের একটি আধুনিক অভিধানের অভাব অনুভব করছি- যা দ্বারা ‘নাহব সরফ’ পাঠকারীগণ সহজেই কালামুল্লাহর মর্ম বুঝতে পারবেন। এতে আরবী সাহিত্যের আদি ও সদা-চলমান শব্দভাণ্ডার হাতে এসে যাবে। তদুপরি মাদরাসায় পড়ার সার্থকতাও হাসিল হবে। কেননা ইসলামী শিক্ষার মৌলিক উদ্দেশ্য কুরআন হাদীস বুঝে মহান রবের সন্তুষ্টি মোতাবেক আমল করার যোগ্যতা অর্জন করা। হেদায়াতের ওপর অটল থাকা। যার ভিত্তি কুরআন হাদীসের মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন,

«تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ ».

‘আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, তোমরা বিভ্রান্ত হবে না যতদিন এ দুটি আঁকড়ে থাকবে : আল্লাহর কিতাব (কুরআন) এবং তাঁর নবীর সুন্নাহ (হাদীস)।’ [মুয়াত্তা মালেক : ৩৩৩৮]

অথচ বাংলাদেশের প্রচলিত মাদরাসাগুলোর সর্বোচ্চ ক্লাস পড়েও অনেক ক্ষেত্রে লক্ষ্যপূরণ হচ্ছে না। কোনো সরল আয়াতের অর্থ জিজ্ঞেস করলেও বলতে হয়- তরজমা দেখে পরে বলব। অথচ নামের সঙ্গে মাওলানা, আলিম উপাধি যুক্ত হয়েছে। তাহলে কি আরবী কিছু কিতাবাদি পড়লেই লোকে আলেম হয়ে যায়! আরবী ভাষাভাষী সকলেই কি তাহলে আলেম! না, না, এলেম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহিস সালামের রেখে যাওয়া সম্পত্তি। কুরআন ও সুন্নাহ।

আফসোস! শত আফসোস!! ইতোপূর্বে ইমামের ছাত্র ইমাম হয়েছেন, মুত্তাকীর প্রতিবেশী ওলিউল্লাহ হয়ে গেছেন। এখন আলেমের ছেলেও আলেম হয় না। মৌলভী মাওলানা হয় না। হয় কত কিছু।

হায় ভাগ্য! অজ্ঞতার ফেতনা স্রোতের মত বয়ে এলো। উত্তাল সাগরের ন্যায় ধেয়ে এলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহিস সালাম বলেছিলেন,

«تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا »

‘অচিরেই ফেতনা-ফাসাদ চাটায়ের পাতা গাঁথার ন্যায় ধারাবাহিকভাবে মানুষের অন্তরে আসতে থাকবে।’ [মুসলিম : ৩৮৬]

তাই হলো। যে জাতি অতীতে ছিলো “উন্নত শির’’, আজ তারা অধঃমুখী “আসফালা সাফিলিন”। যাঁরা হবেন শাসক, আজ তারা শাসিত।

বর্তমান অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইলমের বিষয়ে আমরা চরম দুর্দিনে বাস করছি। বিশেষত কুরআন ও সুন্নাহ বিষয়ে। তাই এখনি উদ্যোগী না হলে অদূর ভবিষ্যতে কুরআন তরজমা তার গ্রন্থেই সীমিত থাকবে। তাফসীর, বিশ্লেষণ ও গবেষণা তো সুদূরপরাহত। এখন আহ্বান এসেছে ভবিষ্যৎ গড়ার, আগামীর প্রস্তুতির। আল্লাহ তা‘আলা আমাদের সে নির্দেশনাই দিয়েছেন,

﴿ وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ ﴾ [الانفال: ٦٠]

‘আর তাদের মুকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় কর’। (সূরা আল-আনফাল, আয়াত : ৬০)

স্মর্তব্য যে, কুরআনে হাকীম প্রজ্ঞাময় কিতাব, মহান আল্লাহর ভাষা। যার পূর্ণ মর্মোদঘাটন দুর্বল মানুষের সাধ্যাতীত ব্যাপার। তবুও তিনি প্রেরণা দিচ্ছেন,

﴿ أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ ٢٤ ﴾ [محمد: ٢٤]

‘তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?’ (সূরা মুহাম্মাদ, আয়াত : ২৪)

আরেক আয়াতে আল্লাহ আমাদের বলছেন,

﴿ وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٧ ﴾ [القمر: ١٧]

‘নিশ্চয় আমি স্মৃতিচারণের জন্য কুরআনকে সহজ করে দিয়েছি, অতএব কেউ কি আছে স্মৃতিচারণকারী গবেষক?’ (সূরা আল-কামার, আয়াত : ১৭)

আরেক আয়াতে বলেছেন,

﴿ ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ١٩ ﴾ [القيامة: ١٩]

‘অতপর আমারই দায়িত্বে রইলো তার ব্যাখ্যা বর্ণনা করা।’ (সূরা আল-কিয়ামাহ, আয়াত : ১৯)

এসব বাণীর কারণেই মনে নিরাশা নেই, বরং আশান্বিত। তাই বুকভরা আশা নিয়ে এই অভিধান প্রণয়নের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। এতে তৃষ্ণাতুরের তেষ্টা সামান্য হলেও মিটবে বলে মনে আল্লাহর কাছে আশা করি।

সুপ্রিয় পাঠকমণ্ডলি! আরবী ব্যকরণের শব্দপ্রকরণশাস্ত্র ‘সরফ’ ও বাক্যগঠনশাস্ত্র ‘নাহব’ ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়। এই অভিধানের প্রথম অধ্যায়ে কুরআন মাজীদে ব্যবহৃত সকল শব্দ তার শব্দমূল তথা মাদ্দানুক্রমে সাজানো হয়েছে। এতে মাদ্দা সংখ্যা আছে প্রায় সাড়ে সতেরশ। একই শব্দমূল থেকে কুরআনে বর্ণিত সকল “ইসম” (বিশেষ্য) “ফি‘ল” (ক্রিয়া) “বাব” (ক্রিয়াশ্রেণী) “মাছদার” (ক্রিয়াবিশেষ্য) রূপ ও “হরফ” (অব্যয়) একাধিক বাংলা প্রতিশব্দসহ দেখানো হয়েছে। শব্দার্থের শেষে প্রয়োগক্ষেত্রের উদাহরণস্বরূপ আগে সূরা ও পরে আয়াত নম্বর এভাবে ‘০০-০০’ প্রদান করা হয়েছে। ক্রিয়ার ক্ষেত্রে বাবের অতীতকালবাচক রূপ (মাযী ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা) ইসমের ওয়াহেদ ও জমা মুকাসসারের সিগাসহ সর্বমোট প্রায় ৫৫০০ শব্দ এন্ট্রি হিসাবে গ্রহণ করা হয়েছে। একই বাব থেকে সমার্থসূচক বিভিন্ন “সিগা” উল্লেখ করে অযথাই গ্রন্থের কলেবর বৃদ্ধি করা হয়নি। কেননা কুরআন তরজমা তাদের কাজ যারা সিগার পরিবর্তনে অর্থের পরিবর্তন অনায়াসে বুঝতে পারেন। সমঝদারের জন্য ইশারাই যথেষ্ট। তাছাড়া তাতে বিরক্তির সৃষ্টি হয়। ক্রয় করতেও লেগে যায় অনেক মূল্য।

অভিধানের দ্বিতীয় পর্বে কুরআনুল কারীমের যেসব শব্দের মাদ্দা খুঁজে বের করতে গলদঘর্ম হতে হয়, তার একটি তালিকা তুলে ধরা হয়েছে। যা সহজে মাদ্দা অনুধাবনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

তৃতীয় পর্বে পাঠকবর্গের হিফয করার সুবিধার্থে প্রথম অধ্যায়ের এন্ট্রিগুলোই বাংলা অর্থসহ সংক্ষেপে পুনরুল্লেখ করা হয়েছে। যাতে পাঠকগণ সহজে মুখস্থ করতে পারেন। দীর্ঘ পরিধির কারণে মনোবল হারিয়ে হীনবল না হয়ে পড়েন। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার ছাত্রদের প্রতি লক্ষ্য করেছি, তারা “নাহব সরফ” যথেষ্ট পারে। পারে না শুধু শাব্দিক অর্থ। এ কারণেই বাক্যার্থ মিলানো আর হয়ে ওঠে না। ফলে ইলমী জিন্দেগী হ-য-ব-র-ল ছাড়া তেমন কিছু হয় না।

আমার বিশ্বাস আগ্রহী পাঠকগণ দৃঢ়প্রত্যয়ী হলে আল্লাহর ফযলে দৈনন্দিন অর্ধশত মাদ্দাও আয়ত্ব করতে পারবেন। এভাবে মুখস্থধারা চালু থাকলে সবকটি মাদ্দা অল্পদিনেই সমাপ্ত হবে ইন শাআল্লাহ। কিন্তু এর জন্য প্রয়োজন উদ্যম, অন্তর্জ্বালা, মনোযোগ ও অধ্যবসায়। দরকার ইখলাস ও একাগ্রতা। তাহলে বিন্দু বিন্দু মেহনত সাগরসম আশা পূরণে যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

২০০৫ সালে অভিধানের পাণ্ডুলিপি তৈরি হলেও এ কথা ভেবে কোনো প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করিনি যে, আমার মতো অধমের লেখা কে আবার ছাপানোর ব্যবস্থা করবে? সাহিত্য জগতে প্রবীণগণের মূল্যায়ন বেশি, হওয়াও উচিত। নতুন কলম মুক্তা ঝরালেও তা মরীচিকার ন্যায় ম্লান হয়ে যায়, যা অনুচিত।

কুরআনে কারীমের সকল মাদ্দা, ইসম, ফি‘ল, হরফ ও বাব সংক্ষিপ্ত পরিসরে মুখস্থ করার উপযুক্ত এক অনন্য অভিধান।

’اج‘ اسم جمع

জাতবাচক ইসম

’جل‘ جمع لايوجد فى القران

পরবর্তী বহুবচনটি পবিত্র কুরআনে নেই

’ام‘ اسم مبالغة

অতিশয় অর্থজ্ঞাপক ইসম

’ص‘ صفت مشبهة

বিশেষণ

’و‘ واحد لايوجد فى القران

পরবর্তী একবচনটি পবিত্র কুরআনে নেই

’ج‘ جمع

বহুবচন

’مث‘ مؤنث

স্ত্রীলিঙ্গ

’مص‘ مصدر

মূলধাতু

’مف‘ اسم مفعول

কর্মবাচক

’فا‘ اسم فاعل

কর্তাবাচক

[ن]‘ نَصَرَ

[ض]‘ ضَرَبَ

[س]‘ سَمِعَ

[ف]‘ فَتَحَ

[ح]‘ حَسِبَ

[ك]‘ كَرُمَ

أَبٌّ اج <أبب উদ্ভিদ, ঘাস, তৃণ, লতা, পশুখাদ্য ৮০:৩১

أَبَدًا <أبد সর্বদা, অনন্তকাল, প্রতিনিয়ত কখনও ২৪:৪

إِبْرَاهِيْم <أبرهم ইবরাহিম আলাইহিস সালাম ইবন আযার ২:১২৪

أَبَقَ [ن، ض] <أبق পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া ৩৭:১৪০

إِبِلٌ اج <أبل উট, উষ্ট্র ৬:১৪৪

أَبَابِيلَ وإِبِّيْلٌ পাখির ঝাঁক, ঝাঁকেঝাঁকে পাখি ১০৫:৩

أبٌ ج أباَءٌ <أبو পিতা, বাবা ১২:৮, চাচা; দাদা, পিতামহ, পিতৃপুরুষ ২:১৩৩, أَبَوَيْنِ দ্বিবচন: পিতা-মাতা, মা-বাবা ১২:৬; آباَءٌ বহুবচন: পিতৃপুরুষ, বাপদাদা ২:১৭০

يَاأَبَتِ আব্বা!, আব্বাজান!, বাবা!, হে পিতা!, পিতাজি!, বাবাজি! ১২:৪

أَبَى [ف] <أبى মানতে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অসম্মতি জ্ঞাপন করা ২:৩১

اَتَى [ض] <أتى আসা, আগমন করা, ঘনিয়ে আসা, করে আসা ১৯:২৭, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা ১৬:২৬, সমকাম করা ৭:৮১, কর্ম করা, কাজ করা ৭:৮০, নবায়ন করা ১৪:১৯

اَتَى بِ আনা, নিয়ে আসা, সহকারে আসা ২৬:৮৯

آتَى، اِيْتَاءً দেওয়া, প্রদান করা, দান করা ১৬:৯০

آتِيٌ، آتِيَةٌ আসন্ন, আগত, আগমনকারী ১৯:৯৩

مَأتِيٌّ مف গন্তব্য, আগমনস্থল ১৯:৬১

المُؤتِيُ দাতা, প্রদানকারী, দানকারী ৪:১৬২

أَثَاثٌ و أَثَاثَةٌ <أثث আসবাবপত্র, সরঞ্জাম, উপকরণাদি, সামগ্রী ১৬:৮০

آثَرَ <أثر অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া, প্রভাবশালী বানানো, প্রভাবিত করা ৭৯:৩৮

اَثَرٌ ج آثاَرٌ নিদর্শন, পদাঙ্ক, চিহ্ন, পদচিহ্ন, প্রভাব, অবদান ২০:৮৪

اَثَارَة ঐতিহ্য, প্রমাণবাণী, নিদর্শনবাহী ৪৬:৪

اَثْلٌ جل آثَالٌ، أَثُوْلٌ <أثل নিষ্ফলাবৃক্ষ, ঝাউগাছ ৩৪:১৬

اِثْمٌ جل آثَامٌ <أثم অন্যায়, গুনাহ, পাপ, অপরাধ, অবাধ্যতা ৫:৩, শির্ক ৫:৬৩

اَثَامٌ পাপের কঠোর শাস্তি, দোযখের উপত্যকার নাম ২৫:৬৮

آثِمٌ، اَثِيمٌ পাপী, গুনাহগার, পাপকারী, অপরাধী, অবাধ্য ২:২৭৬

تَأثِيمٌ অশ্লীলতা, অপকথা, কুকথা, পাপকথা ৫২:২৩

اُجَاجٌ <أجج লবণাক্ত, লোনতা, কড়া লোনা, ক্ষারান্বিত ২৫:৫৩

يَأجُوجُ ইয়াজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪

مَأجُوجُ মাজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪

أَجَرَ [ن] <أجر মজদুরি করা, কাজ করা, শ্রম দেওয়া, চাকরি করা ২৮:২৭

اسْتَأجَرَ চাকুরিতে নেওয়া, কাজে নেওয়া, চাকর রাখা, মজদুর রাখা, শ্রমিক নিয়োগ দেওয়া ২৮:২৬

أجْرٌ ج أُجُور বিনিময়, বদলা, প্রতিদান, মজদুরি, পারিশ্রমিক, পুরস্কার ৫:৫, দেনমোহর, মোহরানা, স্ত্রীপণ, বধুপণ ৪:২৫

أجَّلَ <أجل সময় ধার্য করা, নির্ধারণ করা ৬:১২৮

أجَلٌ جل آجَالٌ নির্ধারিত সময়, মৃত্যু, ধ্বংস, শাস্তি ৬৩:১১

أجْل কারণ, হেতু, জন্য ৫:৩২

مُؤَجَّل নির্ধারিত, নির্দিষ্ট, ধার্যকৃত সময় ৩:১৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <أحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:৭

أخَذ [ن]، أخْذًا، أخْذَةً، آخَذَ <أخذ ধরা, নেওয়া, গ্রহণ করা, ৭:১৫৪, পাকড়াও করা, গ্রেপ্তার করা, দোষী সাব্যস্ত করা, কবলিত করা ২:২৮৬

اتَّخَذَ، اتِّخَاذ সাব্যস্ত করা, অবধারণ করা, গ্রহণ করা, বানানো ২:৫৪, মনোনীত করা ৪:১২৫

آخِذٌ ধারণকারী, গ্রহণকারী, পাকড়াওকারী ৫১:১৬

مُتَّخِذ সাব্যস্তকারী, গ্রহণকারী ১৮:৫১

أخَّرَ <أخر পিছে ফেলা, পশ্চাতে রাখা, রেখে যাওয়া, অবকাশ দেওয়া, অবসর দেওয়া, বিলম্বিত করা, মুলতবি করা, স্থগিত রাখা ৪:৭৭

تَأخَّرَ، اسْتَأخَرَ বিলম্বিত হওয়া, দেরি হওয়া, পিছিয়ে পড়া, পিছে পড়া, পিছপা হওয়া, পশ্চাতে থাকা, পশ্চাৎগামী হওয়া, পশ্চাৎবর্তী হতে চাওয়া ২:২০৩

مُسْتَأخِرٌ পশ্চাৎগামী, পশ্চাৎবর্তী, পরবর্তী ১৫:২৪

آخَرُ مث أُخْرَى ج أُخَرُ অন্য, অপর, আরোও, অপরাপর ২:১৮৪

الآخِرُ অনন্ত, অশেষ, ‘আল-আখির’ আল্লাহর গুণবাচক নাম, পরবর্তী, পশ্চাৎবর্তী, শেষ, সর্বশেষতম ৫৭:৩

الآخِرَة আখেরাত, পরকাল, পরপার, পরজগত, পরজনম ২:৪

أَخٌ ج إخْوان، إخْوَة <أخو ভাই, ভ্রাতা, সহোদর, জাতি ভাই, ভ্রাতৃত্ববন্ধন ৪:১২

أُخْتٌ ج أَخَوات বোন, ভগ্নী, সহোদরা ৫:৩১

إدٌّ جل إِدَدٌ <أدد জঘন্য, মন্দ, অশোভনীয় ১৯:৮৩

آدَم <أدم আদম আলাইহিস সালাম, আদি মানব, দেহের অভ্যন্তরীণ মানবাঙ্গ ২:৩১

أَدَّى، أدَاءٌ <أدى আদায় করা, পরিশোধ করা, প্রাপ্য দেওয়া, অর্পণ করা ২:১৭৮

إذْ، إذَا যখন, তখন, কারণ, কেননা, থাকলে, তখনি ২:৩০

إذًا হঠাৎ, সহসা, আকষ্মাৎ, তখন, তাহলে, তবে ২০:২০

أذِنَ [س]، إذْنٌ <أذن অনুমতি দেওয়া, নির্দেশ দেওয়া; শোনা, শ্রবণ করা, কর্ণপাত করা ৮৪:২

آذَنَ، أذَّنَ، تَأَذَّنَ، أذَانٌ ডাকা, আহ্বান করা, ঘোষণা করা, এলান করা, আযান দেওয়া ১৪:৭

اسْتَأذَنَ অনুমতি চাওয়া ৯:৮৩

إذْنٌ ইচ্ছা, বিধিবিধান, অনুমতি ৪২:৫১

أُذُنٌ ج آذانٌ কান, কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রীয়, শ্রোতা, উৎকর্ণ, কানখাড়া, শ্রবণোন্মুখ, কাননির্ভর, কানসর্বস্ব, শ্রুতিমুগ্ধ, কর্ণবৎ, কানের মত ৯:৬১

مُؤَذِّنٌ ঘোষক, ঘোষণাকারী ৭:৪৪

آذَى <أذى কষ্ট দেওয়া, উত্ত্যক্ত করা, বিরক্ত করা, শাস্তি দেওয়া ১৪:১২

أَذًى কষ্ট, তকলিফ, নাপাকবস্তু, বিরক্তিকর ২:২২২, উকুন ২:১৯৬, প্রচণ্ডতা ৪:১০২

إِرْبَةٌ جل أُرَبٌ <أرب যৌন চাহিদা, সেক্স, উত্তেজনা, কামভাব ২৪:৩১

مَآرِبُ و مَأْربَةٌ চাহিদা, প্রয়োজন ২০:১৮

أَرْضٌ ج آرَاضٌ، أُرُوْضٌ <أرض মাটি, জমিন, দেশ, পৃথিবী, ভূমণ্ডল, ভূপৃষ্ঠ, ভূগর্ভ ২:১১

أَرَائِكُ و أَرِيْكَةٌ <أرك সিংহাসন, মসনদ, রাজাসন ১৮:৩১

إِرَمَ <أرم ইরাম: আদ জাতির পিতা, ইরাম ইবন সাম ইবন নূহ আলাইহিস সালামের বংশধর ৮৯:৭

آزَرَ <أزر শক্তি যোগান, শক্ত করা, মজবুত করা, দৃঢ় করা ৪৮:২৯, আজার : ইবরাহিম আলাইহিস সালামের পিতা ৬:৭৪

أَزْرٌ [ض] দৃঢ় করা; শক্তি, বল, কোমর ২০:৩১

أَزَّ [ن]، أَزًّا <أزز উস্কানি দেওয়া, প্ররোচিত করা ১৯:৮৩

أَزِفَ <أزف ঘনিয়ে আসা, ঘনানো, নিকটবর্তী হওয়া ৫৩:৫৭

الآزِفَةُ ঘণঘটা, কিয়ামত, আকস্মিনী, তরস্বিনী, আশুগামিনী ৫৩:৫৭

أَسَرَ [ض] <أسر আটক করা, বন্দি করা, গ্রেফতার করা ৩৩:২৬

أَسْرٌ مص আকৃতি, কাঠামো, গঠন ৭৬:২৮

أَسِيرٌ ج أُسَارَى، الأَسْرَى বন্দি, আটক, ধৃত, কয়েদি ২:৮৫

إسْرائِيل আল্লাহর বান্দা, ইয়াকুব আলা. এর উপাধি ২:৪০

بَنِي إِسْرَائِيلَ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইহুদি-খ্রিষ্টান ২:৪০

أَسَّسَ <أسس ভিত্তি প্রস্তর স্থাপন করা, বুনিয়াদ রাখা, ফাউন্ডেশন করা ৯:১০৮

آسَفَ <أسف মর্মজ্বালা বাড়ান, মনস্তাপ বৃদ্ধি করা, ক্ষুব্ধ করা, মর্মাহত করা ৪৩:৫৫

أَسَفًا، أَسِفًا মর্মাহত হওয়া, অনুতাপে, দুঃখে, সখেদে, আফসোসে ১৮:৬

أَسَفَى হায় আফসোস, হায় হায়!, আ-হাহা! ১২:৮৪

يُوسف ইউসুফ ইবন ইয়াকুব বিন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ১২:৮৪

إسْماعِيل ইসমাঈল ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১২৫

آسِنٌ <أسن পচাপানি, পানেটপানি ৪৭:১৫

غير آسِن স্বচ্ছপানি, নির্মলজল, নির্মলপানি, পচনমুক্ত, পচনহীন ৪৭:১৫

أُسْوَةٌ جل أُسًى، إِسًى <أسو আদর্শ, অনুসৃতি, মডেল; সহমর্মিতা, সান্ত¦না, প্রবোধ ৩৩:২১

آسَى، أَسِيَ [س] <أسى আক্ষেপ করা, সমবেদনা জানানো, আফসোস করা, পরিতাপ করা, ব্যথিত হওয়া, ম্রিয়মান হওয়া, নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া ৭:৯৩

أَشِرٌ جل أَشِرُوْنَ <أشر দাম্ভিক, স্পর্ধী, গর্বিত, অহঙ্কারী ৫৪:২৫

إِصْرٌ جل آصَارٌ <أصر ভার, বোঝা, ওয়াদা, প্রতিশ্রুতি ৩:৮১

أَصْلٌ ج أُصُولٌ <أصل মূল, গোড়া, শিকড়, উৎস ১৪:২৪

أَصِيْلٌ ج الآصَالُ সন্ধা, সায়াহ্ন, রাতের সূচনাকাল, দিনান্ত, অস্তকাল, গোধুলি ২৫:৫

أُفٍّ <أفف ছি-ছি!, উফ!, ধিক! ১৭:২৩

أُفُقٌ ج آفَاقٌ <أفق দিগন্ত, দিকচক্রবাল, দিকরেখা, আকাশপ্রান্ত ৫৩:৭

أَفَكَ [ض]، إفْكًا <أفك মুখ ফিরানো, বিমুখ করা, বিতৃষ্ণ করা, বিমুখ হওয়া, বিতৃষ্ণ হওয়া, হীনবল হওয়া, নিন্দিত হওয়া, অপবাদগ্রস্ত হওয়া ৫১:৯, মিথ্যা রটানো, অপবাদ দেওয়া ২৪:১১

أَفَّاكٌ মিথ্যাবাদী, মিথ্যুক, নিন্দুক ২৬:২২২

الْمُؤْتَفِكَةَ উল্টোমুখী, বিধ্বস্ত, পয়মাল ৫৩:৫৩

أَفَلَ [ض] <أفل সূর্য ডোবা, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া ৬:৭৭

الأَفِلِينَ অস্তগামী, অস্তায়মান, অস্তোন্মুখ, লুপ্তমান ৬:৬৭

أَفَ তবে কি? তারপরেও কি? ২:৪৪

أَكَلَ [ن]، أَكْلاً <أكل খাওয়া, আহার করা, ভক্ষণ করা, সেবন করা ২:১৭৪

آكِلٌ ভক্ষক, ভোজনকারী, ভোক্তা, ভোগকারী, আহারকারী ৩৭:৬৬

أَكَّالٌ খাদক, পেটুক ৫:৪২

مَأْكُولٌ ভক্ষিত, ভোজ্য, খাদ্য ১০৫:৫

أُكُلٌ ফল, খাদ্য, অন্ন ১৩:৪

أَلاَ জেনে রেখো, শুনে রাখ, শোন, সাবধান, খবরদার ২:১২

أَلَتَ [ض] <ألت কমানো, হ্রাস করা, কম দেওয়া ৫২:২১

الر অনবহিত অর্থ ১০:১

أَلَّفَ <ألف মিলন ঘটানো, যোজনা করা, গাঁথা, জুড়ে দেওয়া, ভালোবাসা সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা ৮:৬৩

الْمُؤَلَّفَةِ মিলনঘটিত, সংযোজিত ৯:৬০

إِيلاَفِ আকর্ষণ, আসক্তি, নিরাপদাবস্থা, নিরাপত্তা ১০৬:১

أَلْفٌ হাজার, সহস্র ২:৯৬

أَلْفَيْنِ দুই হাজার ৮:৬৬

ج أُلُوفٌ، آلاف হাজার হাজার, অসংখ্য ২:২৪৩

إلًّا <ألل আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক ৯:৮

إلَّا তবে, কিন্তু, উপরন্তু, ব্যতীত, ছাড়া, নতুবা, অন্যথায়, একমাত্র, কেবলমাত্র, শুধু ২:৯

الذِى، الذان، الذَين، الذِين، التِى، الَّاتِى، الَّائِى যে, যে ব্যক্তি, যারা, যা, যেগুলো ২:১৭

أَلِمَ [س] <ألم কষ্ট করা, কষ্ট ভোগ করা, কষ্ট সহ্য করা, ভোগান্তি পোহানো ৪:১০৪

أَلِيمٌ কষ্টকর, কষ্টদায়ক, বেদনাদায়ক, সকরুণ, মর্মান্তিক, হৃদয়স্পর্শী, বিষাদময় ২:১০

الم অনবহিত অর্থ ২:১

المر অনবহিত অর্থ ১৩:১

المص অনবহিত অর্থ ৭:১

إلهٌ ج آلِهَةٌ <أله মা‘বুদ, উপাস্য, আরাধ্য, উপাসনাযোগ্য, এবাদতের উপযুক্ত ৬:১৯

الله ‘আল্লাহ’ অপরিহার্য সত্তার প্রকৃত নাম, কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই। ১:১

اللهم হে আল্লাহ! ৩:৩৬

أَلَا، يَألُو [ن] <ألو ত্রুটি করা, কম করা ৩:১১৮

آلَى، يُوْلِىْ স্ত্রী ত্যাগের কসম করা, সহবাস না করার শপথ করা ২:২২৬

ائْتَلَى কসম করা, শপথ করা, হলফ করা, ত্যাগের শপথ করা, কসম খাওয়া ২৪:২২

آلاءٌ و إِلَى، أَلَى، إِلْيٌ <ألي অনুগ্রহ, দান, করুণা, সম্পদ, নেয়ামত ৫৫:১৩

إلَى পর্যন্ত, অবধি, সহ ২:১৪

إلْيَاس ইলিয়াস আলাইহিস সালাম ৬:৮৫

إلْيَاسِين ইলিয়াস আলাইহিস সালামের উম্মতগণ/ ইলিয়াস আলাইহিস সালাম ৩৭:১৩০

أَمْ অথবা, অন্যথায়, নতুবা, না-কি, তবে কি ২:৬

أمْتٌ جل إِمَاتٌ، أَمُوْتٌ <أمت টিলা, অসমতা, বন্ধুর ২০:১০৭

أمَدٌ جل آمَادٌ <أمد সময়, নির্ধারিত সময়, সুদীর্ঘকাল, ব্যবধান ৩:৩০

أَمَرَ [ن] <أمر আদেশ করা, হুকুম করা, নির্দেশ দেওয়া, অনুপ্রাণিত করা ২:২৭

ائْتَمَرَ পরামর্শ করা, অনুপ্রেরণা দেওয়া, মন্ত্রণা দেওয়া, আদেশ পালন করা ২৮:২০

الآمِرُ নির্দেশক, আদেশকারী, আদেশদাতা, অনুপ্রেরণাদাতা, উৎসাহদাতা ৯:১১২

أمَّارَةٌ কুচক্রিণী, প্ররোচনাদাত্রী ১২:৫৩

إمْرًا অপছন্দনীয়, বিষ্ময়কর, উস্কানিমূলক, প্ররোচনামূলক ১৮:৭৯

أمْرٌ ج الأمُور বিষয়, নির্দেশ, হুকুম, কাজ, ধর্মবিষয় ৯:৪৮; কথা, উক্তি ১৮:২১; শাস্তি, দণ্ড ১৪:২২; কিয়ামত, ফয়সালা ১৬:১

أمْسِ جل آمَاسٌ أُمُوْسٌ <أمس গতকাল, বিগতকাল, বিগতদিন, অতীতে ১০:২৪

أمَلٌ جل آمَالٌ <أمل আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা ১৫:৩

آمِّيْنَ <أمم গমনেচ্ছুক, আকাঙ্ক্ষী ৫:২

أُمٌّ ج أُمَّهَات মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী ২৮:৭; নবীজি (সা.) এর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনীন ৩৩:৬; মূল, গোড়া, আসল, উৎস ৩:৭; ঠিকানা, আশ্রয় ১০১:৯; রাজধানী, প্রধান নগর ২৮:৫৯

أُمَّةٌ ج أُمَمٌ উম্মত, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত ২:১৩৪; জাতিধর্ম, জাতধর্ম ২১:৯২; ধর্মাবলম্বী ৪৩:৩৩; বৎসর, বছর, কাল ১১:৮; নেতা, অনুসৃত ব্যক্তি ১৬:১২০

إمَامٌ ج أئِمَّةٌ ইমাম, নেতা, সর্দার, পথপ্রদর্শক ২:১২৪; রাজপথ, মহাসড়ক ১৫:৭৯; আমলনামা ১৭:৭১; লাওহে মাহফুজ ৩৬:১২

أُمِّيٌّ ج أُمِّيُّون নিরক্ষর, উম্মি, আরব জাতি, আরব দেশ ৬২:২

أمَامَ সামনে, সমুখে, সম্মুখে ৭৫:৫

اِمَّا، أَمَّا অথবা, হয়, হয়তো, হয়তবা, নতুবা, তা না হলে, তবে, যখন ১৮:৭৯, ৮৬

أمِنَ [س] <أمن বিশ্বাস করা, নিরাপদ থাকা, নিশ্চিত হওয়া ৭:৯৭; আমানাত রাখা, গচ্ছিত রাখা, সংরক্ষনে দেওয়া ৩:৭৫

آمَنَ، إيمَانًا ঈমান আনা, স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা ১:১১; নিরাপত্তা দেওয়া, অভয় দেওয়া ১০৬:৪

ائْتَمَنَ আমানত রাখা, রক্ষিত থাকা, গচ্ছিত থাকা ২:২৮৩

آمِنٌ ج آمِنُون مث آمِنَةٌ নিরাপদ, নিঃশঙ্ক, অভয়, নিরাপত্তাময় ১৬:১১২

أمَانَةٌ ج أمانات আমানত, গচ্ছিত সম্পদ, রক্ষিত মালামাল ৩৩:৭২

الأمْنُ، أمَنَةٌ নিরাপত্তা, অভয়, শান্তি, স্বস্তি ৪:৮৩

أَمِينٌ বিশ্বস্ত, আমানতদার ৭:৬৮; ভরসাস্থল, নিরাপদ ৪৪:৫১

مَأْمَنَةٌ আশ্রয়কেন্দ্র, ভরসাস্থল, নিরাপদস্থান, সুরক্ষাশ্রয়, অভয়শালা, নিরাপদভূমি ৯:৬

مَأْمُونٌ নিঃশঙ্ক বস্তু, নিরাপদ, সংরক্ষিত ৭০:২৮

غيرُ مأمون আশঙ্কাজনক, অনিরাপদ, অরক্ষিত, আশঙ্কাজনক, বিভীষিকাপূর্ণ, ভয়ংকর ৭০:২৮

المُؤْمِنُ মুমিন, নিরাপত্তা প্রদানকারী ৫৯:২৩

أَمَةٌ ج إمَاءٌ <أمو দাসী, বাঁদি, বান্দি, ক্রীতদাসী ২:২২১

إنْ যদি ২:২৩

أنْ যে ২:২৬

أِنَّ নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহে ২:৬;২৬

اَنْتَ ( পুং. এক বচন ) তুই, তুমি, আপনি ২:৩২

اَنْتُمَا তোমরা দুজন, আপনারা দুজন ২৮:৩৫

اَنْتُمْ ( পুং. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা ২:২২

اَنْتِ ( স্ত্রী. এক বচন ) তুই, তুমি, আপনি

اَنْتُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা

أُنْثَى ج إنَاثٌ <أنث কন্যা, নারী, মহিলা, স্ত্রীলোক, স্ত্রীজাতি, মাদি ৩:৩৬; প্রতিমা, মূর্তি, দেবী ৪:১১৭

إنْجِيلٌ جل أَنَاجِيْلُ <أنجل ইঞ্জিল, বাইবেল, ঈসা আলাইহিস সালামের পর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩

آنَسَ <أنس দেখা, দেখতে পাওয়া, অবগতি লাভ করা, খবর পাওয়া, আঁচ করতে পারা, আকর্ষণ করা, সন্ধান পাওয়া ২০:১০

اسْتَأنَسَ অবগতি কামনা করা, খবর দেওয়া, জ্ঞানগোচর করা, আকৃষ্ট করতে চাওয়া, জানান দেওয়া, খবর নেওয়া, অনুমতি নেওয়া ২৪:২৭

مُسْتَأنِسٌ খবরাখবর গ্রহণকারী, চিত্তাকর্ষক, উৎকর্ণ, শ্রুতিমুগ্ধ হয়ে উপবিষ্ট, মুগ্ধচিত্তে উপবিষ্ট ৩৩:৫৩

إنْسٌ، إنْسانٌ ج أُناسٌ، أَناسِيٌّ মানুষ, ইনসান, মনুষ্য, মানব, মানবজাতি, আকর্ষণকারী ২:৬০

إنْسِيًّا মানবসুলভ, মানবিক, মানুষী, মানবীয়, আকর্ষণীয় ১৯:২৬

أنْفٌ جل آنَافٌ، أُنُوْفٌ <أنف নাক, নাসা, নাসিকা ৫:৪৫

آنِفًا এই মাত্র, এখনই, সবেমাত্র, নাকের ডগায় ৪৭:১৬

أنَامٌ اج <أنم সৃষ্টি, সৃষ্টিকুল, মাখলুক, সৃষ্টিজীব ৫৫:১০

أَنَّى <أني কীভাবে, কোত্থেকে, কিরূপে, কেমন করে, যেভাবে ২:২২৩; কোথায়, কখন

أَنَى [ض] সময় হওয়া, সময় আসা ৫৭:১৬

ألَمْ يَأنِ সময় কি আসেনি? সময় কি হয়নি? ৫৭:১৬

آنٍ، آنِيَةٌ উথলীয়মান গরম পানি, ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, টগবগে পানি, উচ্ছ্বসিত পানি ৫৫:৪৪

آنِيَةٌ و إِنَاءٌ পাত্র, বরতন, বাসন, তশতরি ৮৮:৫

آنَاءٌ و إِنَى সময়, বেলা, প্রহর ৩:১৩৩

إنَاهُ তার রান্না করা, তার পাকানো ৩৩:৫৩

أوْ অথবা, নতুবা, কিংবা, বা ২:১৯

أَوَّبَ <أوب প্রত্যাবর্তন করা, বারবার তাসবিহ পড়া, গুণকীর্তন করতে থাকা ৩৪:১০

إيَابٌ প্রত্যাবর্তন, ফিরে আসা ৮৮:২৫

أَوَّابٌ ج الأوابين ইবাদাতপ্রবণ, উপাসনানুরাগী, তাওবাকারী, প্রায়শ্চিত্তকারী, প্রত্যাবর্তনকারী ৩৮:১৯

مَآبٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান, আশ্রয়স্থল ৩:১৪

أيُّوب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

آدَ، يَؤُوْدُ <أود ক্লান্ত বানান, ক্লান্ত করা, অবসন্ন করা ২:২৫৫

تَأويل <أول ব্যাখ্যা, বিবরণ, বাস্তবায়ন ১২:১০০; পরিণাম, পরিণতি ৪:৫৯

آلٌ পরিবার, পরিজন, গোষ্ঠী, বংশ, সম্প্রদায়, উম্মত, দল, জাতি ২:৪৯

الأوَّلُ অনাদি, প্রথম, আউয়াল ৫৭:৩

الأوَّلون مث الأُوْلَى ج ইহকাল, পৃথিবী, প্রথম, প্রাচীন, পূর্ববর্তী, প্রথমা, পূর্ব ২৮:৭০

أُولُوْا، أُولات অধিকারী, মালিক, ওয়ালা, অভিভাবক ৬৫:৪

أُولاء، هؤُلاء এরা, এই সকল, এসব, এগুলো, এইতো এরা ৩:১১৯

أُولئِكَ তারা, ঐ সকল, ওসব, ওগুলো, যেগুলো ২:৫

أَوَّاهٌ <أوه মানবদরদি, বিশ্বপ্রেমী, কোমলহৃদয় ৯:১১৪

أوَى [ض] <أوي ঘর বাঁধা, আশ্রয় নেওয়া, আবাস বানানো, নিবাসী হওয়া ১৮:১০

آوَى আশ্রয় দেওয়া, আবাস দেওয়া, থাকতে দেওয়া ১২:১৯

المَأْوَى আশ্রয়স্থল, ঠিকানা, নিবাস, বাসস্থান ৩২:১৯

أَهْلٌ ج أهلون <أهل পরিবার, পরিজন, সন্তান-সন্ততি, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, বংশ ৫:১৯; বাসিন্দা, অধিবাসী ৭:৯; অধিকারী, মালিক, প্রাপক, ওয়ালা, যোগ্য, উপযুক্ত ৪:৫৮; অভিভাবক ৪:২৫

إِيْ হাঁ, অবশ্যই, কসম, শপথ ১০:৫৩

آيَةٌ ج آيَات <أيء আয়াত, কুরআনের অংশ বিশেষ, চিহ্ন, নিদর্শন, উপদেশ ২:২৪৮

أَيُّوب <أيب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১

أَيَّدَ <أيد শক্তি যোগানো, শক্তিশালী করা, মদদ দেওয়া, সাহায্য করা ৮:৬২

أَيْدٌ শক্তি, বল, সাহায্য ৫১:৪৭

ذَا الأَيْدِ শক্তিমান, বলিষ্ঠ, শক্তিশালী, শক্তিধর, বলবিক্রম ৩৮:১৭

الأيْكَة <أيك আইকা: বন, জঙ্গল, কান্তার, গহীনবন, আইকা বন ৩৮:১৩

أصْحاب الأيكة আইকার অধিবাসী, বনবাসী, বনের অধিবাসী ৩৮:১৩

أيَامَى و أَيِّمٌ <أيم অবিবাহিত, বিয়েশুন্য, বিবাহযোগ্য, বিবাহমুক্ত, বিবাহহীন, যার বিবাহ বর্তমান নেই, বিবাহার্হ ব্যক্তি ২৪:৩২

الآنَ <أين এখন, মাত্র, কেবল ২:৭১

أَيَّانَ কখন, কবে, কোন সময় ৭:১৮৭

أَيْنَ কোথায়, কোনখানে, কই ৬:২২

أَيْنَمَا যেখানেই, যেখানে-সেখানে, যথাতথা, যত্রতত্র ২:১১৫

أَيٌّ কেউ, কোন, কোনটি, কী, কেন ৬:১৯

أَيًّا، أَيَّمَا যে কোন, কোনটি, যে কোন একটি ১৭:১১০

أَيُّهَ، أَيَّهَا، أَيَّتُهَا হে, জনাব, এই ২৪:৩১

إيَّا ই, যেমন إيَّاكَ তোমাকেই ১:৫

كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু, ঢের ঢের, প্রচুর, কতিপয়, কয়েক ৬৫:৮

ب সঙ্গে, দ্বারা, দিয়ে, সাহায্যে, মাধ্যমে, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, প্রতি, কারণ, শপথ, হতে, তে, ভিতরে, অনুযায়ী, অনুরূপ, মত, সমান

بَابِلُ <ببل বাবেল: ফোরাত নদীর দুতীরে বিস্তীর্ণ খ্রীষ্টপূর্ব ৫৩৮ সনে ধ্বংসপ্রাপ্ত জাদুপ্রধান প্রাচীন শহর, ব্যাবিলন শহর ২:১০২

بِئْرٌ جل آبَارٌ <بأر কূপ, কুয়া ২২:৪৫

اِبْتَئَسَ <بأس দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া, বিমর্ষ হওয়া ১১:৩৬

بَأْسٌ، بَأْسَاءُ যুদ্ধ, লড়াই, বিপদ, সমস্যা, দুরাবস্থা, দুর্দশা, অভাব, দারিদ্র, দরিদ্রতা ২:১৭৭; শক্তি, শক্তি ব্যয় ৪:৮৪; আযাব, শাস্তি ৪০:১৯

بَائِسٌ অভাবগ্রস্ত, বিপদাপন্ন, ক্ষুধার্ত ২২:২৮

بَئِيسٌ বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, প্রচণ্ড ৭:১৬৫

بِئْسَ কতইনা খারাপ, কতইনা মন্দ, অতিমন্দ, নিকৃষ্টতর ২:১০২

بِئْسَمَا কতইনা মন্দ বিষয়, কতইনা নিকৃষ্ট বস্তু ২:৯০

الأَبْتَرُ <بتر লেজকাটা, নির্বংশ, লেজহীন, পুচ্ছহীন ১০৮:৩

بَتَّكَ <بتك কাটা, কর্তন করা, চিরা, ছেদন করা ৪:১১৯

تَبَتَّلَ، تَبْتِيلاً <بتل নিরালায় ধ্যান করা, বিজনে সাধনা করা, মুরাকাবা করা ৭৩:৮

بَثَّ [ن] <بثث ছড়ানো, বিক্ষিপ্ত করা, প্রসার করা, বিস্তার করা ৪:১

بَثِّي আমার আক্ষেপ, দুঃখ, চিন্তা, পরিতাপ ১২:৮৬

مَبْثُوثٌ مث مَبْثُوثَةٌ বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ছিন্নভিন্ন ১০১:৪

مُنْبَثًّا বিক্ষিপ্ত, উৎক্ষিপ্ত, উড়ন্ত ৫৬:৬

انبَجَسَ <بجس ঝরণা ঝরা, প্রস্রবণ প্রবাহিত হওয়া ৭:১৬০

بَحَثَ [ف] <بحث অনুসন্ধান করা, তালাশ করা, মাটি খনন করা ৫:৩১

بَحْرٌ ج بِحَارٌ، أَبْحُرٌ <بحر সাগর, সমুদ্র, সিন্ধু, দরিয়া, পারাবার ২:৫০

بَحِيرَةٍ দেবতার জন্য উৎসর্গীকৃত পাঁচবার প্রজনন করা কানকাটা বাঁধনমুক্ত উটনী বা এমন পশু, ধর্মের ষাঁড় ৫:১০৩

بَخَسَ [ف] <بخس কমানো, কম দেওয়া, প্রাপ্য হ্রাস করা, ক্ষতি করা ২:২৮২

بَخْسٌ স্বল্পমান, অল্পমূল্য, ক্ষতি ১২:২০

بَاخِعٌ <بخع আত্মবিনাশী, ধ্বংসকারী, আত্মনাশক, আত্মনাশী ১৮:৬

بَخِلَ [س]، الْبُخْلِ <بخل কৃপণতা করা, কার্পণ্য করা, বখিল হওয়া ৪:৩৭

بَدَأَ [ف] <بدأ সূচনা করা, সৃষ্টি করা, আরম্ভ করা, সুত্রপাত করা ৭:২৯

أَبْدَأَ নবায়ন করা, সৃষ্টির সূচনা করা ২৯:১৯

بَدْرٌ <بدر বদর প্রান্তর, বদর কূপ, দ্বিতীয় হি. ১৭ রমজান শুক্রবারে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধের নাম ৩:১২৩

بِدَارًا তাড়াতাড়ি করা, দৌড়ানো, ছুটে যাওয়া, তড়িঘড়ি করা, দ্রুত করা, তরা করা, শীঘ্র করা, জলদি করা ৪:৬

ابْتَدَعَ <بدع উদ্ভাবন করা, প্রবর্তন করা, প্রচলন করা, চালু করা ৫৭:২৭

بَدِيعٌ উদ্ভাবক, আবিষ্কারক, প্রবর্তক ২:১১৭

بِدْعًا নতুন, অপূর্ব, অভিনব, প্রথম ৪৬:৯

بَدَّلَ، تَبْدِيلاً، تَبَدَّلَ <بدل পরিবর্তন করা, বিনিময় করা, বদল করা, রূপান্তর করা, হেরফের করা, রদবদল করা ২:৫৯

أَبْدَلَ বিনিময়ে দেওয়া, পরিবর্তে দেওয়া, বদলে দেওয়া ৬৬:৫

اسْتَبْدَلَ، إِسْتِبْدالٌ বদল চাওয়া, বিকল্প চাওয়া, বদলাতে চাওয়া, বিনিময় করতে চাওয়া, বদলে নেওয়া, বিনিময় করা, পরবির্তন আনা ৪:২০

بَدَلاً পরিবর্তন, বিনিময়, বদল ১৮:৫০

مُبَدِّلٌ পরিবর্তক, পরিবর্তনকারী, রদবদলকারী, রূপান্তরকারী, হেরফেরকারী ৬:৩৪

بَدَنٌ جل أَبْدَانٌ <بدن বদন, হৃষ্টপুষ্ট শরীর, স্থূলদেহ ১০:৯২

بُدْنٌ و بَدَنَةٌ، بَدْنَةٌ মক্কার হেরেমে হজের কুরবানীর হৃষ্টপুষ্ট উট বা গরু, মোটাতাজা কুরবানীর উট বা গরু ২২:৩৬

بَدَا [ن] <بدو প্রকাশ পাওয়া, বিকাশ হওয়া, বাস করা, ফাস হওয়া ৬:২৮

أَبْدَى প্রকাশ করা, বিকাশ ঘটানো, জাহির করা, প্রকাশিত করা ৭:২০

بَدْوٌ বাসস্থান, গ্রাম, মরুগৃহ ১২:১০০

البَادِ ج بادون মরুবাসী, যাযাবর, বাউণ্ডুলে, বহিরাগত ১১:২৭

مُبْدِيٌ প্রকাশকারী, ফাসকারী ৩৩:৩৭

بَذَّرَ، تَبْذِيرًا <بذر অপব্যয় করা, অপচয় করা, অনর্থক খরচ করা ১৭:২৬

مُبَذِّرٌ অপচয়কারী, অমিতব্যয়ী ১৭:২৭

بَرَأُ [ف] <برأ সৃষ্টি করা, স্পষ্ট বর্ণনা করা ৫৭:২২

أَبْرَأَ আরোগ্য করা, রোগমুক্ত করা, নিষ্কলুষ করা, সুস্থ করা ৫:১১০

بَرَّأَ নির্দোষ প্রমাণ করা, নিষ্কলুষ ঘোষণা করা, নিরাপরাধ সাব্যস্ত করা, দোষমুক্ত করা ৩৩:৬৯

تَبَرَّأَ অসন্তুষ্ট হওয়া, দায়িত্বমুক্ত হওয়া ২:১৬৬

بَرَاءَةٌ দায়মুক্ত হওয়া, নির্দোষ হওয়া, মুক্তিপত্র, ছাড়পত্র, দায়মুক্তি ৯:১

بَرَاءٌ، بَرِيءٌ ج بُرَآءُ নির্দোষ, নিষ্কলুষ, দায়িত্বমুক্ত, জিম্মামুক্ত, অসন্তুষ্ট, অপ্রীত ৪৩:২৬

بَرِيَّةٌ جل بَرَايَا সৃষ্টি, সৃষ্টিকুল ৯৮:৬

البَارِئُ স্রষ্টা, সৃষ্টিকর্তা, বারী: আল্লাহর নাম ২:৫৪

مُبَرَّؤٌ নির্দোষ, নিষ্কলুষ ২৪:২৬

تَبَرَّجَ، تَبَرُّجٌ <برج সৌন্দর্য প্রদর্শন করা, দৃষ্টিরঞ্জন করা ৩৩:৩৩

مُتَبَرِّجَاتٍ সৌন্দর্য প্রদর্শিনী, প্রদর্শনকারিণী ২৪:৬০

بُرُوجٌ و بُرْجٌ গ্রহ, নক্ষত্র, রাশিচক্র ৮১:১; দুর্গ, কেল্লা, প্রাসাদ, অট্টালিকা ৪:৭৮

بَرِحَ [س] <برح নিরস্ত হওয়া, ক্ষান্ত হওয়া, পরিত্যাগ করা, অটল থাকা ১২:৮০

بَرَدٌ، بَارِدٌ <برد শীতল, ঠাণ্ডা, শৈত্য ২১:৬৯; শীলা, বর্ষোপল, করকা ২৪:৪৩

بَرَّ [ض] <برر দয়া করা, কল্যাণ করা, সদাচার করা ২:২২৪

بَرٌّ، بِرٌّ ج أَبْرَارٌ، بَرَرَةٌ সততা, কল্যাণ, মঙ্গল, নেকি, পুণ্য ২:১৮৯; সৎ, পুণ্যবান, নেককার, ধার্মিক, কর্তব্যপরায়ণ, অনুগ্রশীল ৫২:২৮

بَرٌّ جل بُرُوْرٌ স্থলভাগ, ভূভাগ ১০:২২

بَرَزَ [ن]، بَرَّزَ، بَارِزَةً <برز প্রকাশিত হওয়া, বার হওয়া, সামনে আসা ৩:১৫৪

بَرْزَخٌ جل بَرَازِخُ <برزخ আড়াল, অন্তরাল, আড়, প্রতিবন্ধক, বাধা, সীমারেখা ২৩:১০০

الأَبْرَصُ <برص কুষ্ঠরোগী, কুষ্ঠী, কুঠিয়া ৫:১১০

بَرِقَ [س] <برق ঝলসে যাওয়া, চমক লাগা, ঝলক লাগা, চমকানো, চমকে ওঠা ৭৫:৭

بَرْقٌ جل بُرُوْقٌ চোখঝলসানো ঝলকানি, ঝলক, চমক, বিজলি, বিদ্যুৎ ২:১৯

أَبَارِيْقُ و إِبْرِيْقٌ চমকদার কেটলি, ঝকঝকে জগ, বদনা ৫৬:১৮

إِسْتَبْرَقٌ ঝকমকি রেশমী বস্ত্র, জরিকরা বস্ত্র, চোখ ঝলসানো রেশম, চকমকি সিল্কবস্ত্র, সিল্কের কাপড় ১৮:৩১

بَارَكَ <برك বরকত দেওয়া, প্রাচুর্য দেওয়া, পর্যাপ্ত করা, বাড়িয়ে দেওয়া, বরকতময় বানানো ৭:১৩৭

تَبَارَكَ সুমহান হওয়া, বরকতপূর্ণ হওয়া, প্রাচুর্যময় হওয়া, মহিমাময় হওয়া, মহিমাময় সাব্যস্ত হওয়া ৭:৫৪

بَرَكَاتٌ و بَرَكَةٌ বরকত, আশীর্বাদ, প্রাচুর্য, পর্যাপ্ত ৭:৯৬

مُبَارَكٌ مث مُبَارَكَةً বরকতময়, বরকতপূর্ণ, পবিত্র, সম্মানিত ৩:৯৬

أَبْرَمَ <برم পরিকল্পনা করা, সঙ্কল্প করা, স্থিরিকরণ, চূড়ান্ত করা ৪৩:৭৯

مُبْرِمٌ পরিকল্পনাকারী, প্রত্যয়ী, মননশীল, সঙ্কল্পকারী, চূড়ান্তকারী ৪৩:৭৯

بُرْهَانٌ جل بَرَاهِيْنُ <برهن প্রমাণ, দলিল, যুক্তি ৪:১৭৪

بَازِغٌ مث بَازِغَةً <بزغ চকচকে, বিকীর্যমান, ছটাবিচ্ছুরক, রশ্মিপতক, উদীয়মান ৬:৭৭

بَسَرَ [ن] <بسر মুখভার করা, মলিন হওয়া ৭৪:২২

بَاسِرَةٌ মলিন, বিষণ্ন, বিবস, মুখভার ৭৫:২৪

بَسَّ [ن]، بَسًّا <بسس চুরমার করা, চূর্ণবিচূর্ণ করা, গুড়িয়ে পাউডার করা ৫৬:৫

بَسَطَ [ن]، الْبَسْطُ <بسط প্রসারিত করা, বিস্তৃত করা, প্রশস্ত করা, প্রাচুর্য দেওয়া, ছড়ানো ৫:১১

بَاسِطٌ প্রসারী, প্রসারণকারী ৫:২৮

بَسْطَةً বিশালতা, প্রাচুর্য ৭:৬৯

بِسَاطٌ جل بُسُطٌ، مَبْسُوطَة প্রসারিত, বিস্তৃত, বিস্তীর্ণ ৭১:১৯

بَاسِقَةٌ <بسق সুউচ্চ, লম্বা লম্বা, লম্বমান, বিশালকায় ৫০:১০

أَبْسَلَ <بسل বঞ্চিত করা, শাস্তিযোগ্য হওয়া ৬:৭০

تَبَسَّمَ <بسم হাসা, মুচকি হাসা ২৭:১৯

تَبَسَّمَ ضَاحِكًا মুসকিয়ে হেসে ফেলা, অট্টহাসি দেওয়া ২৭:১৯

بَشَّرَ <بشر সুসংবাদ দেওয়া, সুখবর দেওয়া, শুভসংবাদ দেওয়া, খোশখবর দেওয়া ২:২৫

أَبْشَرَ، اسْتَبْشَرَ সুসংবাদ গ্রহণ করা, খুশি হওয়া ৩:১৭০

بَاشَرَ খুশিতে আলিঙ্গন করা, মেলামেশা করা, সহবাস করা ২:১৮৭

بُشْرٌ সুসংবাদের প্রমাণস্বরূপ ৭:৫৭

بُشْرَى সুসংবাদ, খোশখবর ২:৯৭

بَشِيرٌ، مُبَشِّرٌ সুসংবাদদাতা ৫:১৯

مُسْتَبْشِرَةٌ সুসংবাদপ্রাপ্ত, উৎফুল্ল, আহ্লাদিত ৮০:৩৯

بَشَرٌ و بَشَرَةٌ মানুষ, মানব, আদম, ইনসান ৩:৪৭

بَصُرَ [ك]، أَبْصَرَ <بصر দেখা, দর্শন করা, তাকিয়ে দেখা, চোখ মেলে ধরা, স্বচক্ষে দেখা, অনুধাবন করা, বুঝা, বোধ হওয়া, দেখানো ১৯:৪২

بَصَّرَ، تَبْصِرَةً দেখানো, প্রদর্শন করা, প্রদর্শিত করা, দর্শনীয় বানানো ৭০:১০

أَبْصِرْ بِهِ সে কত চমৎকার দর্শক, সে কত প্রখর দৃষ্টিসম্পন্ন, সে কী চমৎকার পর্যবেক্ষক, সুদর্শক ১৮:২৬

بَصِيرٌ সর্বদ্রষ্টা, পর্যবেক্ষক ২:৯২

بَصِيرَةٌ ج بَصَائِرُ সাক্ষ্য, দৃশ্যমান প্রমাণ, দৃষ্টিশক্তি, দর্শনশক্তি, সুস্পষ্টোপদেশ ১২:১০৮

مُبْصِرٌ مث مُبْصِرَةً প্রদর্শনকারী, দিশাপ্রদর্শী স্মারক, প্রকাশ্য নিদর্শন, দৃশ্যমান, উজ্জ্বল, স্পষ্ট ১৭:১২

ج مُبْصِرُونَ، مُسْتَبْصِرِينَ বুঝবান, চক্ষুষ্মান, দর্শনকারী ৭:২০১

بَصَرٌ ج أَبْصَارٌ চোখ, চক্ষু, আঁখি, দৃষ্টিশক্তি, অন্তর্দৃষ্টি ১৬:৭৭

بَصَلٌ <بصل পেঁয়াজ ২:৬১

بِضْعٌ <بضع কয়েক, কতিপয়, কতক (তিন-নয় পর্যন্ত যে কোন সংখ্যা) ১২:৪২

بِضَاعَةً جل بَضَائِعُ মূলধন, পুঁজি, সামান, আসবাবপত্র, সামগ্রী ১২:৬২

بَطَّأَ <بطأ মন্থর হওয়া, পেছনে পড়া, অলসতা করা ৪:৭২

بَطِرَ [س]، بَطَرًا <بطر গর্ব করা, অহঙ্কার করা, অতি উৎফুল্ল হওয়া ৮:৪৭

بَطَشَ [ض]، بَطْشًا، الْبَطْشَةَ <بطش ধরা, পাকড়াও করা, কঠোর হস্তে দমন করা, অভিযান চালানো, শক্তি খাটানো, জোর খাটানো, শক্তি প্রয়োগ করা ৭:১৯৫

بَطَلَ [ن] <بطل বাতিল হওয়া, রহিত হওয়া, নষ্ট হওয়া, অকেজো হওয়া, বেকার হওয়া, নিরর্থ হওয়া, অকার্যকর হওয়া ৭:১১৮

أَبْطَلَ বাতিল করা, রহিত করা, নষ্ট করা, অকেজো করা, মিথ্যা প্রমাণিত করা, অকার্যকর করা ২:২৬৪

بَاطِلٌ বাতিল, রহিত, অকেজো, মিথ্যা, নিরর্থ, অনর্থক, নাহক, নষ্ট, অকার্যকর ৮:৮

مُبْطِلٌ অনর্থকারী, অনর্থবাদী, অকার্যকারী ৭:১৭৩

بَطَنَ [ن] <بطن গোপন থাকা, সুপ্ত থাকা, অস্পষ্ট থাকা ৬:১৫১

بَاطِنٌ অপ্রকাশমান, গোপনকারী, গোপক, অদৃশ্য সত্তা, আল-বাতিন: আল্লাহর গুণবাচক নাম ৫৭:৩ তখন অর্থ হবে অতি নিকটে; ভিতর দিক, আভ্যন্তরীণ, গোপন গুনাহ ৬:১২১

بَاطِنَةً গোপন. অপ্রকাশ্য ৬:১২০

بِطَانَةٌ ج بَطَائِنُ অন্তরঙ্গ বন্ধু, মনের মানুষ ৩:১১৮

بَطَائِنُ و بِطَانَةٌ অভ্যন্তর, ভিতর পাট, মাঝখান ৫৫:৫৪

بَطْنٌ ج بُطُونٌ পেট, উদর, অভ্যন্তর, ভিতর, গর্ভ, জরায়ু ৩:৩৫

بَعَثَ [ف]، البَعْثُ <بعث প্রেরণ করা, পাঠানো, পুনর্জীবন দেওয়া, পুনরুত্থান করা ২:৫৬

انبَعَثَ، انبِعَاث পুনরুত্থিত হওয়া, উঠা, দাড়ানো, চলা ৯১:১২

مَبْعُوثٌ প্রেরিত, উত্থিত, পুনরোত্থিত, পুনর্জীবিত ৬:২৯

بَعْثَرَ <بعثر নিষ্কাশন করা, উৎপাটন করা, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা, তুলে ফেলা, উন্মোচন করা, পুনরুত্থান করা, অনুসন্ধান করা, তোলা ১০০:৯

بَعُدَ [ك] <بعد দীর্ঘ হওয়া, মারাত্মক হওয়া ৯:৪২

بَعِدَ [س] ধ্বংস হওয়া, উচ্ছেদ হওয়া, নির্মূল হওয়া, অপসারণ, বিদূরণ ১১:৯৫

بَاعَدَ দূরত্ব বাড়ানো, দূরত্ব দীর্ঘ করে দেওয়া ৩৪:১৯

بُعْدَ المَشْرِقَيْنِ পূর্ব পশ্চিমের দূরত্ব ৪৩:৩৮

بُعْدًا ধ্বংস হোক, নিপাত যাক, দূর হোক ১১:৯৫

بَعِيدٌ সুদীর্ঘ, সুদূরপরাহত, দূরবর্তী, দীর্ঘ দূরত্ব, মারাত্মক, চরম ৩:৩০

بَعْدَ পর, পরে, পশ্চাতে, অতঃপর ২:২৭

مُبْعَدٌ দূরে অবস্থিত, দূরীভূত, বিদূরিত, দূরীকৃত, বিতাড়িত, অপসারিত ২১:১০১

بَعِيرٌ جل بُعْرَانٌ <بعر উট, উষ্ট্রী, উষ্ট্র, মরুতরণী ১২:৬৫

بَعْضٌ جل أَبْعَاضٌ <بعض কতক, কতিপয়, কিছু, কোনো, কেউ, কেউ কেউ ২:৩৬

بَعُوضَةً মশা, মশক, মাছি, তুচ্ছবস্তু ২:২৬

بَعْلٌ <بعل মূর্তির নাম, বাল প্রতিমা ৩৭:১২৫

ج بُعُولَةٌ স্বামী, পতি ২:২২৮

بَغْتَةً <بغت হঠাৎ, সহসা, অচিরেই, আকস্মাৎ ৬:৩১

بَغْضَاءُ <بغض শত্রুতা, হিংসা, ঘৃণা, দুশমনি, অসন্তুষ্টি ৫:১৪

بِغَالٌ و بَغْلٌ <بغل খচ্চর, ১৬:৮

بَغَى [ض] <بغي সীমালঙ্ঘন করা, সীমাতিক্রম করা, বাড়াবাড়ি করা, উৎপীড়ন করা, নিপীড়ন করা, অত্যাচার করা, বিদ্রোহ করা, জুলুম করা ৪৯:৯; কামনা করা, চাওয়া, তালাশ করা ৬:১৬৪

ابْتَغَى، ابْتِغَاء তালাশ করা, সন্ধান করা, খোজ করা, কামনা করা, লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা ২৩:৭

انبَغَي সমীচীন হওয়া, শোভা পাওয়া, সঙ্গত হওয়া, যোগ্য হওয়া, কাম্য হওয়া, উচিত হওয়া ১৯:৯২

الْبَغْيُ বিদ্বেষ, হিংসা, শত্রুতা, বিদ্রোহ, জুলুম ৭:৩৩

الْبِغَاءُ কুকর্ম, ব্যভিচার ২৪:৩৩

بَغِيًّا পাপাচারী, ব্যভিচারী, কামিনী, বেশ্যা, বারাঙ্গনা ১৯:২০

بَاغٍ সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী ২:১৭৩

الْبَقَرُ، بَقَرَةٌ ج بَقَرَاتٍ <بقر গরু, গোরু, গাভী ২:৬৭

بُقْعَةٌ جل بُقَعٌ، بِقَاعٌ <بقع ভূমি, প্রান্তর ২৮:৩০

بَقْلٌ جل بُقُوْلٌ <بقل তরকারি, শাক সবজি ২:৬১

بَقِيَ [س] <بقي স্থায়ী থাকা, বাকি থাকা, অবশিষ্ট থাকা ২:২৭৮

أَبْقَى দীর্ঘস্থায়ী করা, স্থায়ী রাখা, বাকি রাখা, অবশিষ্ট রাখা ৫৩:৫১

أَبْقَى দীর্ঘস্থায়ী, টেকসই, অধিকতর স্থায়ী ২০:৭১

بَاقٍ مث بَاقِيَةً স্থায়ী, অবশিষ্ট বস্তু ১৬:৯৬

بَقِيَّةٌ অবশিষ্টাংশ, শ্রেষ্ঠত, নেকি, পুণ্য, সওয়াব ১১:৮৬

أُولُو بَقِيَّة জ্ঞানী, বুদ্ধিমান, শ্রেষ্ঠ ১১:১১৬

بِكْرٌ ج أَبْكَارٌ <بكر বালিকা, কুমারী ২:৬৮

بُكْرَةٌ، إِبْكَارٌ প্রভাত, উষা, প্রাতকাল, পূর্বাহ্ণ ১৯:১১

بَكَّةَ <بكك মক্কা নগরি ৩:৯২

أَبْكَمُ ج بُكْمٌ <بكم বোবা, মূক, কালা ১৬:৭৬

بَكَى [ض] <بكي কাঁদা, ক্রন্দন করা, অশ্রুপাত করা, রোদন করা ১২:১৬

أَبْكَى কাঁদানো, কান্দানো ৫৩:৪৩

بُكِيٌّ و بَاكِيٌ কান্নাজড়িত, ক্রন্দনরত, কান্নাবিজড়িত, সজলনয়নে ১৯:৫৮

بَل বরং, বরঞ্চ, তবে, এমনকি, তবুও, অথচ, তা সত্ত্বেও, তথাপি, আরও, অপরন্তু, অন্যথায়, বিকল্পে, না হলে, নইলে, নতুবা, নচেৎ ২:৮৮

بَلَدٌ، بَلْدَةٌ ج بِلاَدٌ <بلد শহর, নগর, গ্রাম, গঞ্জ, ভূমি, নগরি ৫০:১১

أَبْلَسَ <بلس নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া, ভগ্নহৃদয় হওয়া, নিষ্পৃহ হওয়া, হতভম্ব হওয়া ৩০:১২

مُبْلِسٌ নিরাশ, হতাশ, হতভম্ব, আশাহত, ভগ্নহৃদয়, নিষ্পৃহ ৬:৪৪

إِبْلِيسُ নিরাশ, ইবলিস: বিতাড়িত জিন শয়তানের উপাধী ২:৩৪

بَلَعَ [ف] <بلع শোষণ করা, চোষা, চুষে নেওয়া, শোষণ করা, জলটানা ১১:৪৪

بَلَغَ [ن] <بلغ পৌঁছা, তুঙ্গে ওঠা, চূড়ান্তে পৌঁছা, তুঙ্গে ওঠা, অতিমাত্রায় পৌঁছা, উপনীত হওয়া, পৌঁছানো ৪:৬

بَلَّغَ، أَبْلَغَ، الْبَلاَغُ পৌঁছানো, সংবাদ পৌঁছানো, তাবলীগ করা, প্রচার করা ৫:৬৭

بَالِغٌ مث بَالِغَةٌ চূড়ান্ত, চূড়ান্তে উপনীত, চূড়ান্তে পৌঁছবার যোগ্য, অকাট্য, সুদৃঢ় ৫:৯৫

بَلِيْغٌ চূড়ান্ত, প্রাঞ্জল ৪:৬৩

الْبَلاَغُ তাবলীগ, তাবলীগ করা, সংবাদ দান, প্রচারণা, যথেষ্টতা ২১:১০৬

مَبْلَغٌ পরিণতি, শেষসীমা, মাত্রা, অতিমাত্রা, পর্যায় ৫৩:৩০

بَلَا [ن]، أَبْلَى، إِبْتَلَي <بلو পরীক্ষা করা, নিরিক্ষা করা, যাচাই করা, আজমাইশ করা, পর্যবেক্ষণ করা, বালামুসিবতে পরীক্ষা করা ৫:৪৮

المُبْتَلِيُ পরীক্ষক, পর্যবেক্ষক, পরীক্ষাকারী, বালামুসিবতে পরীক্ষাকারী ২:২৪৯

بَلاَءٌ পরীক্ষা, পরীক্ষার বস্তু, বালামুসিবত ২:৪৯

بَلِيَ [س] <بلي বিনষ্ট হওয়া, ক্ষয় হওয়া, ধংস হওয়া, লয় হওয়া ২০:১২০

بَلَى হাঁ, বটে, অবশ্যই, নিশ্চয়, নিঃসন্দেহে, কেন নয় ২:৮১

بَنَانٌ و بَنَانَةٌ <بنن আঙুলের ডগা, আঙুলের মাথা, অঙ্গুলির অগ্রভাগ ৮:১২

إبْنٌ ج أبْنَاءٌ، بَنِينَ، بَنُونَ <بنو পুত্র, ছেলে, বেটা, সন্তান, বংশধর ২:৮৭

إِبْنَةٌ ج بَنَاتٌ কন্যা, মেয়ে, বেটি ৪:২৩

بُنَيّ স্নেহের পুত্র!, বৎস!, বেটা! ১১:৪২

بَنَى [ض] <بني বানানো, নির্মাণ করা, তৈরি করা ৯১:৫

بَنَّاءٌ নির্মাতা, রাজমিস্ত্রী, স্থপতি ৩৮:৩৭

بِنَاءٌ جل أَبْنِيَةٌ ছাদ, চাল, চালা ২:২২

بُنْيَانٌ مص নির্মাণ করা, দালান, প্রাসাদ, বিল্ডিং, ইমারত, দেয়াল, প্রাচীর, ভিত্তি ৬১:৪

مَبْنِيَّةٌ নির্মিত, স্থাপিত, বানানো, তৈরি ৩৯:২০

بَاءَ [ن] <بوأ আশ্রয় নেওয়া, অর্জন করা, উপযুক্ত হওয়া, প্রত্যাবর্তন করা ৮:১৬

بَوَّأَ আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া, বাসস্থান দেওয়া, অবস্থানস্থল দেওয়া ২২:২৬

تَبَوَّأَ আশ্রয় নেওয়া, বাড়ি করা, বসতি স্থাপন করা, বাসস্থান নির্মাণ করা ১০:৮৭

مُبَوَّأٌ আশ্রয়, বাসস্থান, বসতি ১০:৯৩

بَابٌ ج أَبْوَاب <بوب দরজা, ফটক, তোরণ, গেট ১২:২৫

بَارَ [ن] <بور ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ৩৫:১০

بُورٌ و بَائِرٌ، بَوَارٌ ধ্বংসশীল, নশ্বর, বিলুপ্তপ্রায় ২৫:১৮

بَالٌ <بول অবস্থা, দশা ১২:৫০

بَهَتَ [ف] <بهت নিরুত্তর করা, হতভম্ব বানানো, কিংকর্তব্যবিমূঢ় করা, থতমত খাওয়া, বিহ্বল হওয়া, হতবুদ্ধি হওয়া ২:২৫৮

بُهْتَانٌ অপবাদ, দুর্নাম, বদনাম, হতভম্বকর ৪:২০

بَهْجَةٌ <بهج সৌন্দর্য, শোভা, বাহার ২৭:৬০

بَهِيجٌ শোভাময়, সুরম্য, সুন্দর, বাহারী, চমৎকার, মনোরম, মনোহারী ২২:৫

ابْتَهَلَ <بهل মিথ্যুককে বদদোয়া করা, মুবাহালা করা ৩:৬১

بَهِيمَةٌ جل بَهَائِمُ <بهم গৃহপালিত চতুষ্পদ পশু ৫:১

بَاتَ [س]، بَيَاتًا <بيت রাত্রি যাপন করা, রাত কাটানো, নিশি যাপন ৭:৪

بَيَّتَ রাতে পরামর্শ করা, রাতে সাব্যস্ত করা, রাতে সিদ্ধান্ত নেওয়া ৪:৮১

بَيْتٌ ج بُيُوتٌ ঘর, গৃহ, বাড়ি ৩:৯৬

بَادَ [ض] <بيد ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ১৮:৩৫

ابْيَضَّ <بيض সাদা হওয়া, শুভ্র হওয়া, শুভ্রোজ্জ্বল হওয়া ৩:১০৭

أَبْيَضُ ج بِيضٌ مث بَيْضَاءُ সাদা, শুভ্র, শুভ্রোজ্জ্বল ২:১৮৭

بَيْضٌ و بَيْضَةٌ ডিম, আন্ডা ৩৭:৪৯

بَايَعَ <بيع আনুগত্যের শপথ করা, বয়াত হওয়া, বয়াত করা ৯:১১১

تَبَايَعَ কেনাবেচা করা, ক্রয়বিক্রয় করা, চুক্তি করা, বিনিময় করা ২:২৮২

الْبَيْعُ ক্রয়বিক্রয়, কেনাবেচা, বিনিময়, চুক্তি ২:১৭৫

بِيَعٌ و بِيْعَةٌ গির্জা, খ্রীষ্টানদের উপাসনালয়, সিন্যাগগ, ইহুদিদের উপাসনালয় ২২:৪০

بَيَّنَ، أَبَانَ <بين সুস্পষ্ট বর্ণনা করা, সুস্পষ্ট ভাষায় কথা বলা, স্পষ্ট করা, প্রকাশ করা ৪৩:৫২

تَبَيَّنَ، اسْتَبَانَ স্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া, পরিষ্কার হওয়া, স্পষ্ট জানা ৬:৫৫

بَيِّنٌ مث بَيِّنَة ج بَيِّنَات স্পষ্ট, সুস্পষ্ট, অকাট্য, প্রমাণ, দলিল, সাক্ষ্য ১৮:১৫

مُبَيِّنَةٌ ج مُبَيِّنَات، مُبِينٌ، الْمُسْتَبِينَ স্পষ্টকারী, স্পষ্ট প্রকাশক, সুস্পষ্ট বর্ণনাকারী, সুস্পষ্টভাষী, সুস্পষ্ট, প্রকাশ্য, পরিস্ফুট, উজ্জ্বল, উত্তম বর্ণনা ৩৭:১১৭

بَيَانٌ، تِبْيَانٌ বিশদ বিবরণ, সুস্পষ্ট বর্ণনা করা, ভাব প্রকাশ করা, সুস্পষ্টভাষ্য, ব্যাখ্যান ৭৫:১৯

بَيْنَ মধ্যে, মাঝে, অভ্যন্তরে, মাঝখানে, ইতিমধ্যে, সামনে, মাঝামাঝি ২:৬৬

দেখানো হচ্ছেঃ থেকে ১০ পর্যন্ত, সর্বমোট ১৫২ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 · · · 13 14 15 16 পরের পাতা »